চক দে’-র পরিচালকের সঙ্গে ছবি করছেন কার্তিক

IMG-20250811-WA0114

মুম্বই: ‘ভুল ভুলাইয়া ৩’-এর সাফল্যের পর কার্তিক আরিয়ান বেশ বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন, কোন ছবি করবেন সেই ব্যাপারে । তিনি বিভিন্ন ঘরানার চলচ্চিত্রে অভিনয় করছেন এবং নির্ভরযোগ্য পরিচালকদের সঙ্গে কাজ করে নিজের জায়গা আরও মজবুত করছেন। এই মুহূর্তে তাঁর হাতে দুটি ছবি রয়েছে। ‘তু মেরি, ম্যায় তেরা, ম্যায় তেরা, তু মেরি’ আর অনুরাগ বসু পরিচালিত একটি প্রেমের গল্প। এরই মধ্যে খবর, পরিচালক শিমিত আমিনের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান। ‘অব তক ছাপ্পান’, ‘চক দে ইন্ডিয়া’, ‘রকেট সিং’-এর মতো ছবির পরিচালক শিমিত। তাই তাঁর নতুন ছবি নিয়ে উন্মাদনা থাকবে দর্শকের মধ্যে। এক সূত্র জানিয়েছে, “গত এক বছর ধরে কার্তিক ও শিমিত আমিন বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন, একটি উপযুক্ত প্রজেক্টে একসঙ্গে কাজ করার জন্য। তখনই কার্তিক তাঁকে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র গল্পটি শোনান এবং শিমিত সেটি খুবই আকর্ষণীয় বলে মনে করেন।” ছবিতে ভারতীয় এয়ারফোর্স পাইলট হিসেবে কার্তিক থাকবেন। সূত্র আরও জানিয়েছে, “শিমিত আমিন টানটান চিত্রনাট্য তৈরি করেছেন। ২০২৬ সালের প্রথমার্ধে কার্তিককে নিয়ে শুটিং শুরু করতে প্রস্তুত তিনি। এই ছবির শুটিং হবে ভারত আর মরক্কোতে। মরক্কোতে লোকেশন রেকি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।” ছবিটি ২০২৭ সালের প্রথমার্ধে মুক্তি পাওয়ার কথা। শাহরুখ খান যখন শিমিতের সঙ্গে কাজ করেছিলেন, তিনি বিপুল প্রশংসা পেয়েছিলেন। রণবীর কাপুরের ক্ষেত্রেও বিষয়টা তাই। সেই কারণে কার্তিকের এই ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে এখন থেকেই।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement