কলকাতা: তিনি টলিউডের সবচেয়ে ব্যস্ত নায়িকা। অনুরাগীদের কথায়, তিনি টলিকুইন। সম্প্রতি ‘গুডবাই মাউন্টেন’ ছবিতে তাঁর দুরন্ত অভিনয় নজর কেড়েছে। এখন তিনি আগামী ছবি ‘বেলা’র প্রচারে ব্যস্ত। হ্যাঁ, কথা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর। এত ব্যস্ততার মাঝেই অনুরাগীদের নতুন চমক দিতে প্রস্তুত ঋতুপর্ণা সেনগুপ্ত। ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। অভিনয়ের পাশাপাশি ঋতুপর্ণার রয়েছে প্রযোজনা সংস্থাও। যার নাম ভাবনা আজ ও কাল। তবে এই সংস্থা ছবি তৈরির পাশাপাশি নানা রকম অনুষ্ঠান করে থাকে। স্বাধীনতা দিবসকে মাথায় রেখে ১৪ আগস্ট ঋতুপর্ণা এবং তাঁর প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ এক অভিনব নৃত্যানুষ্ঠানের পরিকল্পনা করেছে। এর আগেও বেশ কয়েকটা নৃত্যানুষ্ঠানে ঋতুপর্ণাকে দেখা গেছে ঠিকই, তবে এবারের প্রয়াস একেবারেই আলাদা। রবীন্দ্রনৃত্য, ধ্রুপদীনৃত্যর মিশেল ফুটে উঠবে এবারের পরিবেশনায়। ১৪ আগস্ট, কলামন্দিরে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হতে চলেছে ‘এন ইভিনিং অফ রিদিম এন্ড রাগা’। এই অনুষ্ঠানেই ঋতুপর্ণা পরিবেশনা করবেন তাঁর অভিনব নৃত্যভাবনা। ঋতুপর্ণার কথায়, “এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুবই ভাল লাগছে। তাবড় তাবড় ধ্রুপদী শিল্পীরা এই অনুষ্ঠানে পারফর্ম করছেন। ছন্দ এবং ধ্রুপদী রাগকে মাথায় রেখে নৃত্যপরিকল্পনা করেছি। আশা করছি মানুষের ভাল লাগবে।” তবে এই অনুষ্ঠানের রয়েছে আরও অনেক চমক। এই অনুষ্ঠানে থাকছে সেতারবাদক উস্তাদ শাহিদ পারভেজ এবং তবলাবাদক পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের যুগল পরিবেশনা। ধ্রুপদীসঙ্গীত দুনিয়ায় এই দুই দিকপালের বাজনা শোনার এক দুর্লভ অভিজ্ঞতার সাক্ষী থাকতে চলেছে কলকাতা। এছাড়াও রয়েছে, সুপ্রিয় গাঙ্গুলির ধ্রুপদী সঙ্গীত পরিবেশন, তবলায় সঙ্গত করবেন ডি সুব্রত।