নেতাজি গার্লস স্কুলে ওয়াটার পিউরিফায়ার এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করা হলো

IMG-20250811-WA0098

আজকে শিলিগুড়ির নেতাজি গার্লস স্কুলে ওয়াটার পিউরিফায়ার এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। মেয়র গৌতম দেব  পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন তিনি জানালেন বহুদিন ধরেই শিলিগুড়ি গার্লস স্কুলে  স্বাস্থ্য পরীক্ষা শিবির দরকার ছিল। এবং পানীয় জল  যেটা সুষ্ঠুভাবে পান করা যাবে  সেটা আরো দরকার ছিল আজকে আমার খুব ভালো লাগছে  কাজগুলো হয়ে গেল, সকল ছাত্র-ছাত্রীদের জন্য থাকলো আমার শুভেচ্ছা এবং শুভকামনা  সবাই সুস্থ থাকুক এবং ভালো থাকুক। এই আশা রাখছি, এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর  অভয়া বসু  এবং শিলিগুড়ির বেশ কয়েকজন এম এমআইসিরা। মেয়র আরো জানালেন  আমাদের বহু পরিকল্পনা আছে এটা সময় হলে  আপনাদের সামনে চলে আসবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement