গত কয়েক মাস ধরেই ভারত সম্পর্কে লাগাতার বিরূপ মন্তব্য করে চলেছেন ডোনাল্ড ট্রাম্পকে। বিশেষ করে ‘অপারেশন সিন্দুরে’র পর থেকে বেশি করে মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে এমন মন্তব্য করতে শোনা গিয়েছে, যা নয়াদিল্লিকে বার বার অস্বস্তিতে ফেলেছে। এমনকি সম্প্রতি ভারতের বিরুদ্ধে চড়া হারে শুল্কও চাপিয়েছেন ট্রাম্প। এবার নাম না করে মার্কিন প্রেসিডেন্টকে খোঁচা দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর কটাক্ষ, ‘ভারতের উত্থান সহ্য করতে পারছেন না সবার বস’। রবিবার মধ্যপ্রদেশে একটি সরকারি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন রাজনাথ সিং। সেখানেই তিনি বলেন, ‘দ্রুতগতিতে ভারতের উন্নতিতে অনেকেই খুশি নন। তাঁরা এই বিষয়টি পছন্দও করছেন না। তাঁদের মতে, সবার বস তো আমরা, কী ভাবে ভারত এত দ্রুত এগিয়ে যাচ্ছে?’ সরাসরি কারও নাম না নিলেও অনেকেই মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই নিশানা করেছেন রাজনাথ সিং। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্ক ঘিরে দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়েছে। ভারতীয় পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। প্রথমে ২৫ শতাংশ, তার পরে সেটি বৃদ্ধি করে ৫০ শতাংশ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে নয়াদিল্লির বাণিজ্যিক সম্পর্কের কারণেই ট্রাম্পের এই অসন্তোষ। ভারতের সঙ্গে বাণিজ্যিক আলোচনাও আপাতত বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কূটনৈতিক এই টানাপড়েনের আবহে রাজনাথের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনাথ বলেন, “কেউ কেউ আছেন, যাঁরা ভারতের দ্রুত উন্নতি দেখে খুশি হতে পারছেন না। তাঁরা এটি পছন্দ করছেন না। সকলের ‘বস্’ তো আমি, তা হলে ভারত কী ভাবে এত দ্রুত এগিয়ে যাচ্ছে? অনেকেই চেষ্টা করছেন যাতে, ভারতীয়দের হাতে তৈরি জিনিস সেই সব দেশের তৈরি জিনিসপত্রের চেয়ে বেশি দামি হয়ে যায়। ওই জিনিসগুলির দাম বেড়ে গেলে, সেগুলি আর বিশ্ববাসী কিনতে চাইবেন না। এই চেষ্টাই চলছে। কিন্তু আমি পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, কেউই ভারতকে বিশ্বের একটি বড় শক্তি হয়ে ওঠা থেকে আটকাতে পারবে না।” ভারত এবং আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মাঝেই হঠাৎ দ্বিপাক্ষিক সমঝোতা তলানিতে ঠেকে। ট্রাম্পের দাবি, ভারতকে তেল বিক্রি করে রাশিয়া যে লাভ করছে, সেই টাকা তারা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহার করছে। অর্থনীতির বিষয়ে মস্কো এবং নয়াদিল্লিকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, ভারত এবং রাশিয়া দু’দেশেরই অর্থনীতি মৃত। সম্প্রতি বার বার ভারতের উপর নিজের অসন্তোষ স্পষ্ট করেছেন তিনি। যদিও নয়াদিল্লিও শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না। রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক নিয়েও নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের শুল্ক চাপানোর সিদ্ধান্তকে অন্যায্য এবং অযৌক্তিক বলে ব্যাখ্যা করেছে মোদী সরকার। আমেরিকারও যে রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, তা-ও স্পষ্ট করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে আমেরিকা পারমাণবিক শিল্পের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, প্যালাডিয়াম, বিবিধ সার এবং রাসায়নিক কেনে।











