ধূমকেতুর প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত দেবের 

IMG-20250810-WA0120

কলকাতা:  ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর থেকেই ‘ধূমকেতু’ জোয়ারে ভাসছে নেটভুবন। ‘দেশু’ জুটির রোম্যান্স উসকে দিয়েছে সেসব ব্লকবাস্টার দিনের নস্ট্যালজিয়া। কারণ এযাবৎকাল বাংলা সিনেদুনিয়া এহেন হাইভোল্টেজ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের সাক্ষী থাকেনি। এদিকে হাতে গোনা আর মাত্র কদিন। ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে এই সিনেমা। ফলত ভক্তদের অ্যাড্রিনালিন রাশ যে তুঙ্গে, তা বলাই বাহুল্য। গত সোমবারই নজরুল মঞ্চে তার প্রমাণ মিলেছে। অনুরাগীদের ‘পাখির চোখ’ ছিল প্রিমিয়ারের দিকে। তবে এবার খবর, ‘ধূমকেতু’র প্রিমিয়ার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। কিন্তু আচমকাই কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল? জানা গিয়েছে, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতোই প্রিমিয়ারের জন্যেও পাসের চাহিদা একেবারে তুঙ্গে। গত সোমবারের অনুষ্ঠানের জন্য তিন পর্বে টিকিটের ব্যবস্থা করতে হয়েছিল নির্মাতাদের। আর সেসব দেখেই ‘ধূমকেতু’র প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকদ্বয় দেব এবং রানা সরকার। ১৪ আগস্ট রিলিজ। নির্মাতাদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও প্রিমিয়ার নয়। দেশু জুটির অনস্ক্রিন রোম্যান্স উপভোগ করতে হলে সকলকে টিকিট কেটে হলে যেতে হবে। তবে পরবর্তীতে টলিউডের সহকর্মী-বন্ধুদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হবে। প্রযোজকরা জানিয়েছেন, ‘ধূমকেতু’র প্রিমিয়ারের পাস নিয়ে দেব-শুভশ্রীর অনুরাগীদের মধ্যে প্রবল চাহিদা। আর সেই চাহিদা মেটাতে গেলে একসঙ্গে একাধিক অডিটোরিয়াম নিতে হবে, যা সম্ভব নয়। তাই প্রিমিয়ার শো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবার রানা সরকারের প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তি উপলক্ষে এক পাঁচতারা হোটেলে জমকালো পার্টির আয়োজন করা হয়েছে। যেখানে ফের দেব-শুভশ্রীর একফ্রেমে ধরা দেওয়ার কথা। দেব এই মুহূর্তে রয়েছেন মুম্বইতে। জানা গেল, রবিবার মুম্বই থেকে সরাসরি পার্টিতে যোগ দেবেন টলিউড সুপারস্টার। এদিকে, শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে ‘ধূমকেতু’র অগ্রীম বুকিং। ঘণ্টাখানেকের মধ্যেই বিপুল সাড়া মিলেছে। প্রযোজক রানা এবং সিনে পরিবেশক তথা হলমালিক শতদীপ জানিয়েছেন, আপাতত ১১০টি হলে মুক্তি পাবে ‘ধূমকেতু’। দর্শকদের চাহিদামাফিক পরবর্তীতে হল এবং শোয়ের সংখ্যা বাড়তে পারে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement