নবান্ন অভিযানের পাশাপাশি হাজরায় কালীঘাট অভিযানের ডাক

IMG-20250809-WA0148

আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণী খুনে এক বছর পেরিয়ে গেলেও নির্যাতিতার তদন্ত সম্পূর্ণ হয়নি। বিচারের দাবিতে শনিবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই আন্দোলনের পাশাপাশি এদিন বিকেলে হাজরায় কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল অভয়া মঞ্চ। সেই অভিযানে শামিল হয়েছিলেন আর এক মেয়ে হারানো মা। সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনের ফলাফল ঘোষণার দিন তামান্না খাতুনকে হারাতে হয়েছিল তার মাকে। তিনি এদিন মিছিলে যোগ দিয়ে মমতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। শনিবার দুপুরে তিনি নদিয়ার পলাশী থেকে ট্রেনে কলকাতায় আসেন৷ পাঁচটা নাগাদ হাজরা মোড়ে পৌঁছন। এরপর বিক্ষোভ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে নিশানা করেন সাবিনা।
ট্রেনে আসার পথে সহযাত্রী ছাড়াও মিছিলে যোগ দেওয়ার আগে স্টেশন চত্বরে ট্রেনে থাকা যাত্রীদের হাতে রাখি বেঁধে দেন তামান্নার মা। সেই সময়ে দেখা যায়, মেয়ের ছবি বুকে নিয়ে রয়েছেন তিনি।
তাঁর কথায়, “আমি এই ডাকাত রানির গালে চটি মারতে চাই৷ তাঁর কারণেই আমার ছোট্ট তামান্নাকে হারাতে হয়েছে৷ যে সরকারের প্রতিনিধি জেতার কারণে আমাকে তামান্নাকে হারাতে হয়েছে, সেই সরকারের পতন চাইছি৷ আমি মমতার পতন চাইছি৷”
তাঁর আক্ষেপ, “আমার মেয়েকে বড় হওয়ার আগেই শেষ করে দিল৷ বড় হতে দিল না৷ আমার মেয়ের রক্তে আমার শরীর রাঙিয়ে নিয়েছি৷ এখনও ১৪ জন ঘুরে বেড়াচ্ছে৷ আমাদের হুমকি দেওয়া হচ্ছে৷ রাতে ভয়ে আমাদের আত্মীয়-স্বজনরা কেউ বাইরে বেরতে পারে না৷ ওরা বাইকে করে যেতে যেতে বোমা মারে৷ আমি ভয়ের পরোয়া করি না, আমার আর ভয় পাওয়ার কিছু নেই৷ আমি এই লড়াই চালিয়ে যাব৷”

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement