শিলিগুড়ি: আবার চুরি শিলিগুড়িতে। এবারে সেন্ট্রাল কলনিতে, ঘরে ঢুকে টাকা পয়সা সোনা গয়না সবকিছু নিয়ে চম্পট দিয়েছে চোর। সবচাইতে বড় কথা গৃহকর্তা এবং পরিবারের অন্যান্য সদস্যরা একেবারেই বুঝতে পারেননি। সকালে উঠে দেখেন তারা জানলা দরজা খোলা। ঘরের সমস্ত জিনিস একেবারে ওল ট পালট হয়ে আছে। তখনই তারা বুঝতে পারেন বাড়িতে চুরি হয়ে গেছে। চিৎকারে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা, ক্ষুদ্ধ হয়ে যান তারা , এলাকার মানুষ জানাচ্ছেন শিলিগুড়িতে এখন চুরি হওয়াটা একেবারেই বড় ব্যাপার নয়। কারণ দিনে একটা করে চুরি হচ্ছে। সবচাইতে বড় কথা দিনরাত যে কোন সময় চুরি হয়ে যাচ্ছে। ধরা পড়ার ভয় আছে তারপর কেউ এইভাবে চুরি করতে আসে এটা জেনেই অবাক হচ্ছেন সকলে। অনেকেই জানিয়েছেন টাকা-পয়সা সোনার গয়না মূল্যবান কোন কিছুই ঘরে রাখা যাচ্ছে না, সবচাইতে বড় সমস্যা হয়েছে বয়স্ক এবং বাচ্চাদের নিয়ে। জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং সাথে আঘাত করে যাচ্ছে সকলে। আপাতত এটাই কারন সকলের কাছে।