মাত্র ১২০ টাকায় শিয়ালদা থেকে রানাঘাট এসি ট্রেনে

IMG-20250809-WA0047

এই প্রথম কলকাতার ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে প্রথম এসি কোচ ট্রেন শুরু হবে আগামী ১১ই আগস্ট, উদ্বোধন ১০ ই আগস্ট | মাত্র ১২০ টাকায় শিয়ালদা থেকে রানাঘাট যাওয়া যাবে এই বিশেষ ট্রেনের মাধ্যমে। সম্পূর্ণ বাতানুকূল ব্যবস্থা এবং কয়েকটা স্টেশন বাদে ননস্টপেজ | ছাড়বে সকাল আটটা উন্তিরিশ রানাঘাট থেকে পৌঁছবে দশটা দশে শিয়ালদা |শিয়ালদা থেকে ছটা পঞ্চাশ থেকে ছাড়বে রানাঘাট পৌঁছাবে আটটা ৩২ মিনিটে | এতে যাত্রীসংখ্যা প্রায় বারোশের মতো ব্যবস্থা আছে। বারোটা বগি আছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement