বাংলা ভাষা ও বাঙ্গালীদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদ করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ 

IMG-20250809-WA0041

দিনহাটা: বাংলা ভাষা ও বাঙ্গালীদের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদ করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিল শহর মণ্ডল সভাপতি অনিক চক্রবর্তী সহ বেশ কয়েকজন কর্মী সমর্থক। শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বাড়ির অফিসে  তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলীয় নেতৃত্ব। এদিন এই দলবদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, যুব তৃণমূলের জেলা সম্পাদক পার্থ সাহা, তৃণমূলের দিনহাটা ভিলেজ ১ অঞ্চল সভাপতি লিটন মণ্ডল, বড়শাকদল  গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবরঞ্জন বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। তৃণমূল নেতা বিশু ধর, সাবির সাহা চৌধুরী বলেন, প্রতিদিন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান চলছে।আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কে আর খুঁজে পাওয়া যাবে না। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের পর অনীক চক্রবর্তী বলেন,”বাংলা ভাষীদের উপরে যেভাবে আক্রমণ নেমে আসছে তারই প্রতিবাদে এ দিন তৃণমূলে যোগ দিলাম।বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, “বিরোধী দলের নেতা  কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন করে তাদের হাতে পতাকা তুলে দিয়ে রাজনীতি করছে তৃণমূল।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement