খুব কাছের মানুষকে হারালেন ভাইজান

IMG-20250808-WA0019

সলমন খানের পরিবারে শোকের ছায়া। গত কয়েক বছর ধরে সময় ভাল যাচ্ছে না ভাইজানের। কখনও খুনের হুমকি পাচ্ছেন। কখনও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন। সব মিলিয়ে সলমনের জীবনে ওঠাপড়া লেগেই রয়েছে। এবার খুব কাছের মানুষকে হারালেন ভাইজান। বলিউডে শোনা যায়, সলমন খান কারও বন্ধু হলে, তাঁর জন্য জীবন পর্যন্ত দিতে পারেন। সলমনের মতো বন্ধু পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। দেহরক্ষী শেরাকেও নিজের বন্ধু বলেই মনে করেন তিনি। বলা ভাল, দীর্ঘ দিন একসঙ্গে থেকে শেরা সলমনের পরিবারেরই অংশ হয়ে ওঠেন। সেই শেরার পরিবারেই অঘটন। দীর্ঘ দিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন শেরার বাবা সুন্দর সিংহ জলি। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বাবার মৃত্যু নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন শেরা নিজেই। সেখানে তিনি লিখেছেন, “আমার বাবা শ্রী সুন্দর সিংহ জলি আজ আমাদের ছেড়ে চলে গেলেন। ওঁর শেষযাত্রা আমরা বিকেল ৪টেয় শুরু করব।” শেরা ও তাঁর পরিবার থাকেন মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারাতে। এই দিনই খুব শীঘ্রই শেরার পরিবারের সঙ্গে সলমন নিজে দেখা করতে যাবেন বলেও শোনা যাচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement