ছবিশিকারীদের জন্য সমস্যায় ঋত্বিক পুত্র

IMG-20250808-WA0052

মুম্বইয়ে ছবিশিকারিদের দাপটে অতিষ্ঠ তারকারা। কোনও অনুষ্ঠান, বিমানবন্দর, রেস্তরাঁয় ব্যক্তিগত পরিসরেও ঢুকে পড়েন তাঁরা, অভিযোগ এমনই। তারকাদের জীবন তো বটেই, ছবিশিকারিদের এই হাত থেকে নাকি নিস্তার নেই খুদে তারকা-সন্তানদেরও। ঠিক যেমনটা ঘটল হৃতিক রোশনের ছোট ছেলে হৃদান রোশনের সঙ্গে। ভয়ে আতঙ্কে রাস্তায় ছুটতে শুরু করে বছর সতেরোর হৃদান। হাতে ল্যাপটপ, কিছু বইপত্র। মুম্বইয়ের একটি আবাসন থেকে বেরোতে দেখা যায় তাকে। ওই আবাসনের বাইরে রাখা হৃদানের গাড়ি। সেখানে তার জন্য ভিড় জমাতে শুরু করে ছবিশিকারির দল। আবাসন থেকে বেরিয়ে রাস্তায় পা দিতে তার পিছু নেন একদল ছবিশিকারি। অপ্রস্তুত হয়ে পড়ে হৃদান, তার পর দৌড়োতে শুরু করে। পিছু নেন ছবিশিকারিরাও। একটা পর্যায় গিয়ে রীতিমতো ছুটে গাড়িতে ওঠার চেষ্টা করে হৃদান। ফল হয় উল্টো। ছবিশিকারিরাও জোরে দৌড়োতে শুরু করেন। কোনওমতে গাড়িতে উঠে দরজা বন্ধ করে হৃদান। বন্ধ করে দেয় গাড়ির আলো। এই ছবি প্রকাশ্যে আসতেই ছবিশিকারিদের সমালোচনায় সরব হয়েছে নেটপাড়া। তারকা-সন্তানদের রেহাই দেওয়ার অনুরোধ জানিয়েছেন অনেকেই।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement