সলমন খানের পর এবার সমস্যায় কপিল শর্মা

IMG-20250808-WA0054

মুম্বই: সলমন খানের পর লরেন্স বিশ্নোই এবার কপিল শর্মার পিছনে। গত বছর থেকে ক্রমাগত সলমনকে মৃত্যু হুমকি দিয়ে যাচ্ছে এই দুষ্কৃতী। এ বার কপিলের কানাডার ক্যাফেতে এক মাসের ব্যবধানে হল দু’বার হামলা। এ বার চলল ২৫ রাউন্ড গুলি। গত বারের তুলনায় আরও বেশ জোরদার হল হামলা। এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছেন গোল্ডি ঢিঁলো ও লরেন্স বিশ্নোই। তবে এতেই তাঁরা থামবে না সাফ জানিয়ে দিল হামলাকারীরা। একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানেই শোনা গিয়েছে, তাঁরা বলেছেন, ‘‘আমরা টার্গেটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু ওনার তরফে কোনও সাড়া মেলেনি। এর পরও যদি পদক্ষেপ না নেন। তাহলে পরবর্তী হামালাটা মুম্বইয়ে হবে।’’ সূত্রের খবর, এই ঘটনার পড় কপিল শর্মার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ করছে মুম্বই পুলিশ।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement