শীঘ্রই ভারতে আসছেন পুতিন 

thumbs_b_c_d129b6bc745b50f8540682641cd21d64 (1)

ভারতের আরও একবার নতুন করে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুল্কের পরিমাণ বেড়ে হয়েছে ৫০ শতাংশ।অন্যদিকে ভারতও আমেরিকার কাছে মাথা নত করতে নারাজ। এই আবহে এবার ভারত সফরে আসছেন  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  বর্তমানে মস্কো সফরে রয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সেখান থেকেই তিনি জানিয়েছেন, শীঘ্রই পুতিন ভারত সফরে আসবেন বলে আশা করা হচ্ছে।তবে নির্দিষ্ট কোনও তারিখের কথা উল্লেখ করেননি ডোভাল।রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য বুধবারই ভারতীয় পণ্যে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি ২৫ শতাংশের ফলে আগামী ২৭  আগস্ট থেকে ভারতকে আমেরিকায় পণ্য রফতানি করতে হলে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাশিয়া কার্যত ভারতের পাশে দাঁড়িয়ে জানিয়েছে, সার্বভৌম কোনও দেশের স্বাধীন ভাবে বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন বলেও দাবি করেছে মস্কো। জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকে পুরিন ভারতে আসতে পারেন। রুশ সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি মাস অর্থাৎ  আগস্টের শেষের দিকেই ভারতে  আসতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট। এ দিন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গে বৈঠকের পরে অজিত ডোভাল জানান, পুতিনের এই আসন্ন সফরের দিকে রয়েছে নয়াদিল্লি।  ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে, এই প্রথম ভারত সফর করবেন পুতিন। বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “আমরা  অনেক বিবৃতির কথাই শুনছি, যেগুলি আসলে হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করা হচ্ছে। আমরা এই বিবৃতিগুলিকে বৈধ এবং ন্যায্য বলে মনে করছি না।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমরা বিশ্বাস করি যে কোনও সার্বভৌম দেশের স্বাধীন ভাবে বাণিজ্যসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। নির্দিষ্ট কোনও দেশের জাতীয় স্বার্থ অনুযায়ী এই বাণিজ্যিক এবং অর্থনৈতিক বোঝাপড়া হয়ে থাকে।” অন্য দিকে, বৃহস্পতিবারই রাশিয়া জানিয়েছে, আগামী দিনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের বিদেশ বিষয়ক পরামর্শদাতা ইউরি উশাকভ বলেন, “বৈঠকের জন্য দু’পক্ষের মধ্যে কথা হচ্ছে।” তবে সম্ভাব্য ওই বৈঠকের স্থান-কাল এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মস্কো। তা পরে জানিয়ে দেওয়া হবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement