ওভালে ম্যাচের পর ড্রেসিংরুমে পেপটক দেন গম্ভীর

t6ocs394_gautam-gambhir-dressing-room-_625x300_28_July_25

মুম্বাই: পাহাড়প্রমাণ চাপ ছিল গৌতম গম্ভীরের উপর। ওভালে হারলে সিরিজও হাতছাড়া হত। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারলে যে বিপদ বাড়ত, সেটা নিশ্চয়ই তিনিও বুঝেছিলেন। শুভমান গিল-মহম্মদ সিরাজদের বিক্রমে সেটা হয়নি। কিন্তু গম্ভীরও হাল ছাড়েননি। তিনি চান দলের মধ্যে এই লড়াকু সংস্কৃতি তৈরি করতে। তাতে কে থাকুক, আর কে না থাকুক, তা নিয়ে ভাবেন না গম্ভীর। ওভালের ম্যাচের পর ড্রেসিংরুমে পেপটক দেন তিনি। বিসিসিআইয়ের শেয়ার করা সেই ভিডিওয় দেখা যায় গম্ভীর বলছেন, “যেভাবে এই সিরিজ ২-২ ব্যবধানে শেষ হয়েছে, তা একদম সঠিক ফলাফল। সকলকে অভিনন্দন। কিন্তু মনে রাখতে হবে, আমাদের উন্নতি করতে হবে। আমাদের আরও পরিশ্রম করতে হবে। যে দুর্বলতাগুলো আছে, সেগুলো ঠিক করতে হবে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আরও অনেকদিন টেস্ট ক্রিকেটে রাজত্ব করতে পারব। লোক যাবে, আসবে। কিন্তু ড্রেসিংরুমে যেন এই সংস্কৃতিটা থাকে। আমরা সেটাই তৈরি করতে চাই।” তিনি আরও বলেন, “সকলকে শুভেচ্ছা। তোমার এবার ছুটি উপভোগ করো। তোমরা যা অর্জন করেছ, তার জন্য তোমাদের ছুটি প্রাপ্য। আবারও সকলকে অভিনন্দন।” উল্লেখ্য, রুদ্ধশ্বাস জয়ের ফলে ইংল্যান্ড থেকে সিরিজ ড্র রেখে ফিরছে গিলের ‘নতুন ভারত’। ওভালে যখন মহম্মদ সিরাজের বলটা গাস অ্যাটকিনসনের উইকেটটা ছিটকে দেয়, তখন ভারতীয় ড্রেসিংরুম যেন আনন্দে ‘পাগল’ হয়ে যায়। একে অপরকে জড়িয়ে ধরে চলে বিশাল উচ্ছ্বাস। গম্ভীর তো বোলিং কোচ মর্নি মর্কেলের কোলেই উঠে পড়েন। চোখে জলও দেখা যায়। তাঁর কোচিংয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তখনও কিন্তু গম্ভীরকে এরকম ‘শিশুর’ মতো উচ্ছ্বাস করতে দেখা যায়নি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement