মোবাইল ফোন ও টাকা উদ্ধার করল নিউ বারাকপুর থানার সাইবার টিম

IMG-20250806-WA0053

নিউ বারাকপুর: কম্পিউটার ও সাইবার জগৎ আমাদের যেমন আধুনিকতাকে সমৃদ্ধ করেছে তেমনি অপরাধীদের অপরাধ জগৎকে বিলীন করেছে। সাধারণত চুরি ডাকাতির ক্ষেত্রে থানায় চোরকে দেখা যায় কিন্তু সাইবার জালিয়াতির ক্ষেত্রে পর্দার আড়ালে থেকে টাকা আত্মসাৎ করে সাইবার অপরাধীরা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সমস্ত থানা জুড়ে সাইবার সচেতনতা চলছে। প্রায় এক বছর ধরে। নিউ বারাকপুর থানায় গত বছর ই আলাদা একটি সাইবার বন্ধু শাখা উন্মোচিত হয়। সেই সাইবার কর্মীরা গত এক বছরে প্রায় কয়েকশো মোবাইল ফোন এবং বেশ কয়েক লক্ষ টাকা প্রতারকদের হাত থেকে উদ্ধার করে নিউ বারাকপুরবাসীকে ফেরত দিতে সক্ষম হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নিউ বারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, ঘোলা এসিপি তনয় চ্যাটার্জির উপস্থিতিতে থানার সাইবার বন্ধুরা তিনজন পুরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শুভায়ন দত্ত, ৭নং ওয়ার্ডের আশীষ কুমার সেনগুপ্ত, এবং ৮নং ওয়ার্ডের জনতা রোডের বাসিন্দা বন্দনা দত্তের ২ লক্ষ ৯৮ হাজার ৭২২, ৪০,০০০ এবং ৩০০০ প্রতারিত টাকা নিজ একাউন্টে পুনরুদ্ধার করে দেবার পর স্মারক প্রতীকি চেক তুলে দেন এবং পাঁচজনের নিখোঁজ বা খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় এদিন। পাশাপাশি সম্প্রতি ১৭ নং ওয়ার্ডের পূর্ব কোদালিয়া ৭৫ বছরের এক অসুস্থ বৃদ্ধার চুরি যাওয়া ১৬ গ্রাম সোনার সকেট দুটি বালা উদ্ধার করে ফেরত দেওয়া হয় এদিন।নিজ মোবাইল ফোন এবং টাকা পেয়ে উপভোক্তারা নিউ বারাকপুর থানার পুলিশের তৎপরতায় উদ্ধার কাজে প্রশংসা করেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement