জোড়া পানি নদীর সংস্কার দেখতে পৌঁছালেন মেয়র গৌতমদেব

IMG-20250806-WA0051

শিলিগুড়ি: বহুদিন ধরেই সংস্কার হচ্ছিল না। এবারে সংস্কার হলো জোড়া পানি নদীর। মেয়র গৌতম দেব নিজে পর্যবেক্ষণ করে জোড়া পানি নদীর সংস্কার দেখলেন। তিনি জানালেন জোড়াপানি নদী বিখ্যাত নদীগুলির মধ্যে অন্যতম। বহুদিন ধরেই সংস্কার করা হবে করা হবে করেও সংস্কার করা যাচ্ছিল না। এবারে সংস্কার হলো, বেশ ভালো লাগছে কাজটা হয়ে গেল। এই নদীর সংস্কার হলে কিংবা বলা যেতে পারে সংস্কার সম্পূর্ণ হলে বহু মানুষের উপকার হবে। মানুষের চাহিদা থাকে, সেটা বিভিন্নভাবে হয় তাই এই নদী সংস্কার হলে ও মানুষের উপকার হবে, আগামী দিনে। শুধুমাত্র জোড়া পানি কেন উত্তরবঙ্গের বহু নদীর সংস্কার করা একান্তই জরুরি। আর সেটাই প্রয়োজন, আমি নিজেও তা ব্যক্তিগতভাবে মনে করি। এদিন মেয়র অনেকক্ষণ দাঁড়িয়ে নদী সংস্কারের কাজ দেখলেন। তার সাথে ছিলেন শিলিগুড়ি পুরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement