শিলিগুড়ি: রাজবংশী সমাজের এক দীপ্তিমান নক্ষত্র, রাজবংশী ভাষার খ্যাতনামা সাহিত্যিক, প্রাক্তন শিক্ষক এবং উত্তরবঙ্গ তথা সমগ্র বাংলার গর্ব, পদ্মশ্রী ও শিক্ষারত্ন সম্মানে ভূষিত শ্রী নগেন্দ্রনাথ রায় দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা কাটিয়ে সদ্য বাড়িতে ফিরেছেন।আজকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাড়িতে গেলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। তিনি জানালেন অনেকদিন ধরেই শুনছিলাম উনি প্রচন্ড অসুস্থ। ওনার বাড়ি গিয়ে ওনাকে দেখবার ইচ্ছা আমার অনেকদিন ধরেই ছিল। উনি শুধুমাত্র রাজবংশীদের গর্বই নন, গোটা বাংলার গর্ব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার খোঁজ নেন। প্রত্যেক মানুষকে সম্মান করেন, কে কিভাবে কাজ করছে কে কিভাবে কাজ করছে তার খোঁজ নি রাখেন। বয়স্কদের সম্মান করেন, আজকে রাজবংশী সমাজের এই কৃতি পুরুষ দীর্ঘদিন অসুস্থতার পরে সুস্থ হয়ে ফিরে এসেছেন। আজকে ওনার কাছে এসে ভালো লাগছে, এবং প্রচন্ডভাবে নিজেকে গর্বিত মনে করছি এই ধরনের কৃতি মানুষের সাথে কিছু সময় কাটিয়ে গেলাম। ওনার আশীর্বাদ ও আমার কাছে প্রচন্ড জরুরী। যে কোন অবস্থায় যে কোন পরিস্থিতিতে দরকার হলে আমি আসবো। কথা দিয়ে গেলাম, জানালেন পাপিয়া ঘোষ।









