১৯৮৮’র খাদ্যে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলনকারি শহীদের প্রতি শ্রদ্ধা

IMG-20250805-WA0078

কোচবিহার: ১৯৮৮ সালের ৪ঠা আগস্ট খাদ্যে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধা জানালো তৃণমূল। সোমবার শহরের সাগরদিঘী এলাকায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রতিবছরের মত এ বছরও যথাযোগ্য মর্যাদায় শহীদ স্মরণ দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, এনবিএসটিসি-র চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, ডিপিএসই-র চেয়ারম্যান রজত বর্মা,যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ-সভাপতি সায়নদীপ গোস্বামী, শ্রমিক সংগঠনের রাজ্য নেতা পরিমল বর্মন সহ আরও অনেকেই। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের সাগরদিঘী সংলগ্ন এলাকায় আয়োজিত হয় এই স্মরণ অনুষ্ঠান। ১৯৮৮ সালের ৪ঠা আগস্ট খাদ্যে ভেজাল তেলের বিরুদ্ধে আন্দোলনের সময় শহীদ হয়েছিলেন রবিন নারায়ণ চন্দ্র, বিমান দাস এবং হায়দার আলী। তাঁদের আত্মত্যাগকে সম্মান জানাতেই প্রতি বছর এই দিনটিকে স্মরণ করেন জেলার তৃণমূল নেতৃত্ব। এদিনের কর্মসূচি শুরু হয় শহীদ বেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে। এরপর একে একে বক্তৃতা রাখেন জেলার প্রথম সারির তৃণমূল নেতৃত্ব। এদিন এই স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ”খাদ্যে ভেজালের বিরুদ্ধে সেই সময় যে আন্দোলন হয়েছিল,তা আজও প্রাসঙ্গিক। শহীদরা আমাদের পথ দেখিয়েছেন। তাঁদের আত্মত্যাগের কথা ভুলে গেলে চলবে না। তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের স্বার্থে এবং খাদ্য নিরাপত্তার প্রশ্নে সরব থেকেছে, এবং ভবিষ্যতেও থাকবে।” সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শহীদদের আত্মত্যাগকে সামনে রেখে জনকল্যাণমূলক লড়াইয়ে আরও একত্রিতভাবে আন্দোলনের বার্তাও দেন। পাশাপাশি,শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলীয় সংগঠনকে আরও মজবুত করার ডাক দেন নেতারা।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement