জনবহুল স্থানে এসডব্লুএম না তৈরির দাবিতে কুমারগ্রাম ব্লক অফিসে বিক্ষোভ

Screenshot_20250805_192947_Chrome

কামাখ্যাগুড়ি: কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চকচকার শিশাবাড়িতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরির উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর প্রতিবাদে সোমবার কুমারগ্রাম ব্লক অফিসে বিক্ষোভ কর্মসূচি করলেন স্থানীয় বাসিন্দারা। গ্রাম বাঁচাও কমিটির ব্যানারে এদিন ওই কর্মসূচি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পশ্চিম চকচকার শিশাবাড়িতে জনবহুল স্থানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরির পরিকল্পনা করা হয়েছে। ওই স্থানে রয়েছে মানুষের বসবাস। রয়েছে গাছপালাও। জনবহুল এলাকার পরিবর্তে অন্যত্র সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরির দাবিতে এদিন সরব হন পশ্চিম চকচকার শিশাবাড়ির বাসিন্দারা। এদিন কুমারগ্রামের পাগলারহাট থেকে মিছিল করে ব্লক অফিসে আসেন গ্রামবাসীরা। এরপর চলে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ শেষে বিডিও রজতকুমার বলিদার হাতে একটি দাবিপত্র তুলে দেওয়া হয়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement