কল্যাণ বন্দ্যোপাধ্যায় একেবারে সঠিক কথাই বলেছেন: শুভেন্দু অধিকারী

687ca0b2b4120-20250720-205421372-16x9

শিলিগুড়ি: এবারে মুখ্যমন্ত্রীর শেষ বছর এরপরে উনি আর থাকবেন না। কারণ বাংলা শাসন করবে বিজেপি। আজ বাগডোগরা বিমানবন্দরে এসে ঠিক এই ভাষায় কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানালেন মুখ্যমন্ত্রী সব বন্ধ করে পুজোতে টাকা বিলাচ্ছেন এটা হতে পারে না। মানুষের টাকা এত অপচয় এবং এত অপব্যয় হয়েছে যে বলে শেষ করা যাবে না। তৃণমূলের নেতা-মন্ত্রীরা বাড়ি গাড়ি সব করে ফেলেছেন। এটা তো আমি বলছি না আপনারাই প্রমাণ। শুভেন্দু অধিকারী আরো জানালেন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের পাশে থাকেন, এত মানুষ আসছেন ভোটার লিস্টে নাম নেই কেন? বিজেপি মানুষকে নির্ভরতা দিতে আগামী বছর ক্ষমতায় আসছে, এটা নিয়ে আর কোন ভুল নেই। শুভেন্দু অধিকারী একদিন আরো জানান, টাকা শেষ হয়ে গেছে রাজ্যের আর কোন কিছু করার নেই। সরকারি কর্মচারীদের ডিয়ে দিতে পারছে না, অথচ ক্লাবের চাঁদা বাড়িয়ে দিচ্ছে, মানুষ হাতেনাতে টের পেয়ে গেছেন কি অবস্থা রাজ্যের। শুভেন্দু অধিকারী আরো জানান, লোকসভা এবং বিধানসভা ভোট বিশেষ করে আগামী বছর বিধানসভা ভোটের আগে রাজ্যে একটাও অবৈধ ভোটার থাকবে না। আমরা থাকতে দেব না, নির্বাচন কমিশন সবকিছু দেখে বুঝেই সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ রাজ্য এখন দুর্নীতির আতুর ঘর হয়ে গেছে, এই রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে হবে। শুভেন্দু অধিকারীর সাথে উপস্থিত ছিলেন, বিজেপির প্রাক্তন সাংসদ নিশিত প্রামানিক। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়েছি প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী, তিনি জানালেন সত্যি কথা বলেছে, সাহস আছে। তৃণমূলের ভিতরে ভিতরে কি হচ্ছে কালকের ঘটনাই তার প্রমাণ। যত সময় যাবে, মানুষ যত প্রমাণ পাবে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement