আমেরিকায় অনুষ্ঠিত বিশ্ব পুলিশ অ্যাটলেটিক্সে রিলে দৌড়ে স্বর্ণপদক এবং ব্রোঞ্জ পদক জয়ী দিনহাটার সৌরভ সাহা কে সংবর্ধনা দিল তিন সংগঠন। সোমবার শহরের মহারাজার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনহাটা ভেটারেন্স স্পোর্টস এন্ড ফিটনেস ক্লাব, বয়েজ রিক্রিয়েশন ক্লাব ও কলা মন্দির শিক্ষায়তন এই তিন সংস্থার পক্ষ থেকে সৌরভ কে সংবর্ধিত করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী, প্রবীণ শিক্ষক শ্যামল ধর, ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত ছাড়াও আয়োজক সংস্থার গোকুল সরকার, স্বপন সাহা, অর্ঘ্য কমল সরকার, সজল সাহা সহ অনেকেই। এদিন অনুষ্ঠানে সৌরভকে উত্তরীয় পরিয়ে দেওয়া ছাড়াও তার হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন আয়োজক সংস্থার কর্ণধাররা। বিআরসির পক্ষ থেকে সম্পাদক অর্ঘ্য কমল সরকার সৌরভের হাতে পাঁচ হাজার টাকার চেক তুলে দেন। গত ২৭শে জুন থেকে ৬ জুলাই পর্যন্ত আমেরিকার বার্মিংহামে বিশ্ব পুলিশ অ্যাটলেটিক্স মিট অনুষ্ঠিত হয়। সেখানে ভারতীয় চার সদস্যের দলের হয়ে প্রতিনিধিত্ব করে দিনহাটা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের সৌরভ সাহা। প্রতিযোগিতায় সোনা ও ব্রোঞ্জ পদক পায় ভারতীয় দল। দিনহাটা সৌরভ জাতীয় পতাকা নিয়ে বিশ্বমঞ্চে দেশের নাম কে তুলে ধরে। এ দিন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেন,”দশ বছর আগে দিনহাটা শহরের সংহতি ময়দানে তার খেলাধুলার যাত্রা শুরু হয়। সে সময় ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত আমাকে বিভিন্ন ভাবে তালিম দেয় এবং উৎসাহিত করে। আগামীতে দিনহাটা এবং দেশকে আরও সম্মান এনে দিতে আমি বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমি এগিয়ে চলছি।চন্দন বলেন,”বিশ্ব পুলিশ অ্যাথলেটিক্সে বিভিন্ন দেশকে পেছনে ফেলে ভারতীয় দলের অন্যতম সদস্য সৌরভ যেভাবে ৪০০ মিটার রিলে রেসে স্বর্ণপদক নিয়ে এসেছে তা ভাবতেই গা শিউরে ওঠে। ও একদিন আরও বড় জায়গায় পৌঁছবে।আয়োজকদের গোকুল সরকার বলেন,”ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত দশ বছর আগেই সৌরভ কে দেখে বুঝতে পেরেছিল একদিনও ইতিহাস তৈরি করবে। সৌরভ বিশ্ব অ্যাথলেটিক্সে স্বর্ণপদক ও ব্রোঞ্জ পদক নিয়ে এসে শুধু দিনহাটা নয় দেশের মানকে আরও উজ্জ্বল করল। ওর পাশে আমরা রয়েছি। পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দী বলেন,”আন্তর্জাতিক মঞ্চে সৌরভ যেভাবে দেশকে সম্মান এনে দিয়েছে ও শুধু দিনহাটার গর্বনায় দেশের গর্ব।এদিন সৌরভের সংবর্ধনা অনুষ্ঠানে দিনহাটার বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতি ছিল যথেষ্ট।