ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে সিকিমে। একনাগারে বৃষ্টির কারণে ভয়াবহ ধস নামলো সিকিমের বেশ কিছু অঞ্চল জুড়ে। ধস নামলো সিকিমের রংটং এ। রাস্তাঘাট সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সিকিম সরকার। লাগাতার বৃষ্টির কারণে উদ্ধার কার্য ব্যাহত হচ্ছে সেনাবাহিনীর লোকেদের। স্থানীয় মানুষ জানিয়েছেন এক সপ্তাহ যান চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবার আপনাকে কেদারনাথ দর্শন করাবে শিলিগুড়ি বিধান মার্কেট গণেশ পূজা ওয়েলফেয়ার সোসাইটি। শিলিগুড়ি বিধান মার্কেট গনেশ পূজো ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি বাপি সাহা জানালেন এবারে একটু অন্য চিন্তা আছে আমাদের, মানুষের যেখানে আকর্ষণ বেশি সেটাই করতে চেষ্টা করে চলেছি। আমাদের এই মার্কেট এ প্রচুর ভীড় হয় পূজা দেখতে। আর আমাদের প্রতি বছর বিনামূল্যে দুস্থ দের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যেখানে আমাদের সদস্যরা রক্তদান করে থাকেন। একটু বলতে পারি শিলিগুড়িতে আমাদের গণেশ পূজো শিলিগুড়িতে পুজোর অন্যতম সেরা আকর্ষণ। এবারেও সেই চেষ্টা আমরা করে যাব। জানালেন তিনি। রাতভর বৃষ্টিতে ভাসলো শিলিগুড়ি। গতকাল রাত থেকেই শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, সকালের দিকে কিছুটা কমে গেলেও বৃষ্টি হচ্ছে। রাত থেকে বৃষ্টি শুরু হওয়ার কারণে শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ড এর মধ্য বেশ কিছু এলাকায় জল জমে যায়। রাতে বৃষ্টি কমলেও ভোরের দিকে আবার শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে রবিবার সকাল অনেকটাই বিপর্যস্ত। লোকজনের আনাগোনা অনেকটাই কম। সকাল থেকে বৃষ্টির কারণে মাসের প্রথমে রবিবার সকালে বাজার করতে গিয়ে আটকে পড়েন মানুষ। বৃষ্টির কারণে এদিন বহু গাড়ি বিশেষভাবে বলা যায় তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে বাস ছাড়ে অনেকটাই দেরিতে।