কলকাতা: কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মদিবসের প্রাক্কালে তাঁকে শ্রদ্ধা জানাতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন আর এক সঙ্গীতশিল্পী অনুরাধা মুখার্জী। ২ আগস্ট শনিবার, বীরেন্দ্র কৃষ্ণ মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।অনির্বাণ মিত্র-র কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এর পর একে একে সঙ্গীত পরিবেশন করেন আবির চ্যাটার্জি, অনুরাধা মুখার্জী, মিতা চ্যাটার্জী, ও ‘মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট (কলাঙ্গন)’- এর শিক্ষার্থীরা। এদিন বেশ কয়েকজন উদীয়মান শিল্পীও সঙ্গীত এবং যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন। শিল্পীদের সঙ্গে বাদ্যযন্ত্রে সঙ্গত করে অনুরাধা মুখার্জীর সম্প্রদায় ‘অনু ১৫৬ ব্যান্ড’।এছাড়াও কিশোর কুমারের গাওয়া গানে নৃত্য পরিবেশন করেন ‘কলাঙ্গন’ এর শিক্ষার্থীরা।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সৈকত মিত্র, সুব্রত ঘোষাল ও নৃত্যশিল্পী মেঘমিতা মিত্র।অনুরাধা মুখার্জী জানিয়েছেন, ৪ অগস্ট কিশোর কুমারের জন্মদিন। কিন্তু সেদিন প্রেক্ষাগৃহ না পাওয়ায় অনিচ্ছা সত্ত্বেও কিশোর কুমারের প্রকৃত জন্মদিনের আগেই অনুষ্ঠান করতে হচ্ছে।