রণবীর কাপুরের কাছে ছিল কেরিয়ার বদলে দেওয়া দুটো চয়েস। কিন্তু শর্ত ছিল বাছাই করতে হবে যেকোনও একটি। একদিকে বলিউডের কিংবদন্তি গায়ক কিশোর কুমারের বায়োপিক, অন্যদিকে নিতেশ তিওয়ারির এপিক ‘রামায়ণ’! আর সেই কঠিন পথের মোড়ে দাঁড়িয়ে শেষমেশ রণবীর বেছে নিলেন রামের চরিত্র।নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে রণবীর কাপুর হবেন রাম, এটা এখন নিশ্চিত। দু’পর্বে মুক্তি পাবে এই মহাকাব্যিক ছবি প্রথমটি আসছে দীপাবলি ২০২৬, দ্বিতীয়টি দীপাবলি ২০২৭-এ।কিন্তু এই চরিত্র বাছার পেছনে এক বড় ত্যাগ রয়েছে অনুরাগ বসুর কিশোর কুমার বায়োপিক থেকে রণবীর নিজেকে সরিয়ে নেন!“রণবীরের জন্য এটা ছিল খুব কঠিন সিদ্ধান্ত কিশোর কুমার না কি রামায়ণ? কিন্তু শেষমেশ ও রামায়ণকে বেছে নেয়। আমি মনে করি ও সঠিক সিদ্ধান্তই নিয়েছে,” বলেছেন পরিচালক অনুরাগ বসু সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে। অনুরাগ আরও বলেন, “আমরা দু’জনেই চেষ্টা করি একসঙ্গে কাজ করার, কিন্তু ও এখন অনেক ছবিতে ব্যস্ত। সময়ই মিলছে না।” রণবীর–অনুরাগ জুটি আগেও দর্শকের মন জিতেছে ‘বরফি’ (২০১২) এবং ‘জগ্গা জাসুস’ (২০১৭)-তে। ফলে তাঁদের রিইউনিয়নের অপেক্ষায় দর্শকরাও। তাহলে কিশোর কুমারের চরিত্রে কে? ইন্ডাস্ট্রির ফিসফাস — আমির খান! শোনা যাচ্ছে, অনুরাগ বসু ইতিমধ্যেই আমির খানের সঙ্গে ৪–৫ বার মিটিং করেছেন। আমির নাকি চিত্রনাট্য শুনেই মুগ্ধ! তবে অন্য একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অনুরাগ বলেছেন, “এখনই কিছু বলতে চাই না। যতক্ষণ না সব ফাইনাল হয়, কনট্র্যাক্ট সই হয়, ততক্ষণ আমি এই প্রজেক্ট নিয়ে মুখ খুলব না। আসলে, এই প্রজেক্টটা বহুবার ভেঙেছে-গড়েছে। ১০ বছর ধরে গল্পটা বানানোর চেষ্টা করছি। তাই এ নিয়ে এখনই কিছু বললে আবার না কোথাও আটকায়!” রণবীর এখন মন দিয়েছেন রামায়ণের মহাকাব্যিক চরিত্রে। আর অনুরাগ বসুর স্বপ্নের কিশোর বায়োপিকে এখন চোখ রেখেছে বলিউড—আসলে আমির কি হবেন সেই ‘সুরসম্রাট’?প্রসঙ্গত, ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় প্রজেক্ট হতে চলেছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। যেখানে রাম হচ্ছেন রণবীর কাপুর, সীতা সাই পল্লবী, রাবণ যশ, হনুমান সানি দেওল আর লক্ষ্মণ হচ্ছেন রবি দুবে। তবে যা শুনে সারা বিশ্ব অবাক, সেটি হল—এই ছবির সুরকারের দায়িত্বে রয়েছেন একসঙ্গে দুই অস্কারজয়ী কিংবদন্তি সুরকার—হ্যান্স জিমার এবং এ আর রহমান!সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিস্ময় আর আবেগ গোপন রাখতে পারলেন না রহমান। জানালেন, “কে ভাবতে পেরেছে যে আমি আর হ্যান্স জিমার একসঙ্গে; রামায়ণ’-এর মতো একটা ভারতীয় মহাকাব্যিক প্রজেক্টে কাজ করব? এটা শুধু আমাদের সংস্কৃতি নয়, আমাদের অহংকার। আমি খুবই গর্বিত এই কাজটা করতে পেরে। ”‘রামায়ণ’-এর প্রথম ঝলক কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে। যেখানে রণবীর ও যশের প্রথম ঝলক-ই দর্শকদের মধ্যে ঝড় তুলেছে। এখন দুই পর্বে দীপাবলিতে (২০২৬ ও ২০২৭) মুক্তির জন্য তৈরি হচ্ছে এই মহাকাব্যিক ছবি।প্রসঙ্গত, নিতেশ তিওয়ারির ম্যাগনাম ওপাস ‘রামায়ণ’ ছবির ঘোষণা ভিডিও প্রকাশের পর থেকেই উন্মাদনা তুঙ্গে। রণবীর কাপুরের রাম ও যশের রাবণ-ঝলকে কাঁপছে সোশ্যাল মিডিয়া। তবে জানেন কি, ‘রাবণ’ যশকে প্রথম পর্বে পাবেন মাত্র ১৫ মিনিটের জন্য? ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, ‘কেজিএফ’ তারকা যশ যিনি রাবণের ভূমিকায় ধরা দেবেন, তিনি প্রথম পর্বে সাকুল্যে থাকবেন মাত্র মাত্র ১৫ মিনিটের জন্য। তবে এর পিছনে অন্য কোনও কারণ নয়, রয়েছে স্রেফ গল্পের গঠনগত যুক্তি। রামায়ণ ছবির প্রথম খণ্ডে মূল লক্ষ্য থাকবে রামের বনবাস এবং সীতা-লক্ষ্মণের সঙ্গে তাঁর যাত্রা ঘিরে। যশের রাবণ এই পর্বে কেবলমাত্র সূচনার ভূমিকা নেবেন, যেটা ‘রামায়ণ পার্ট ২’-এ বিশাল পরিসরে বিস্তার লাভ করবে। পাশাপাশি সীতা হরণের সময়েও বলাই বাহুল্য দেখা যাবে তাঁকে। সম্ভবত, সীতা হরণ পর্বেই শেষ হবে ‘রামায়ণ’-এর প্রথম ভাগ।