টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?’বর্ডার ২’ ঘিরে তৈরি হয়েছিল নানা জল্পনা। এই ছবির শুটিং সদ্যই শেষ হয়েছে। ছবিতে রয়েছেন বরুণ ধাওয়ান, অহন শেট্টি, দিলজিৎ দোসাঞ্জের মতো তারকারা। এই ছবিতে বরুণের বিপরীতে দেখা যেতে চলেছে এক নতুন মুখকে। নবাগতা মেধা রানার বলিউড অভিষেক হতে চলেছে এই ছবির হাত ধরে। কিছুদিন আগেই জল্পনা রটেছিল যে, একাধিক পাক তারকাদের সঙ্গে অভিনয় করায় নাকি দেশাত্মবোধক সিনেমা ‘বর্ডার ২’ থেকে বাদ পড়েছেন দিলজিৎ। তবে একটি ভিডিও শেয়ার করে সেই জল্পনাযজ্ঞেই জল ঢেলেছিলেন পাঞ্জাবি সুপারস্টার। ‘বর্ডার ২’ সিনেমার সেট থেকে ভিডিও পোস্ট করে অভিনেতা বুঝিয়ে ছিলেন যে, তিনি বাদ পড়েননি। এবার ভালয় ভালয় শেষ হল সেই ছবিরই শুটিং। দিলজিতের ‘বর্ডার ২’ ছবির শুটিং শেষ হতেই শুটিং ফ্লোরে চলল উদযাপন, দেদার মিষ্টিমুখ। কয়েকদিন আগে সমাজমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানেই দেখা যাচ্ছে, সহঅভিনেতা বরুণ ধাওয়ান ও অহন পাণ্ডের সঙ্গে সেলিব্রেশন মুডে দিলজিৎকে। হাতে রয়েছে একটি মিষ্টির বাক্স। আর তাতে রয়েছে সুস্বাদু লাড্ডু। যা অহন ও বরুণকে খাইয়ে দেন দিলজিৎ। শুধু তাই নয় শুটিং শেষের আনন্দে একে অপরকে জড়িয়েও ধরেন।বাবা-মা হলেন সিদ্ধার্থ-কিয়ারা। কন্যা সন্তানের জন্ম দিলেন কিয়ারা আডবানি। অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং বন্ধ রেখেছিলেন কিয়ারা। মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন অভিনেত্রী। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হেঁটে নজির গড়েছিলেন তিনি। চলতি বছরের শুরুতেই সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির ঘরে খুদে সদস্য আসার খবর এসেছিল। সমাজমাধ্যমে এই সুখবর ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। ওই পোস্টে দেখা গিয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট একজোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।” সিদ্ধার্থ-কিয়ারা হাসপাতাল থেকে মেয়েকে বাড়িতে এনেছেন একেবারে রাজকীয় আয়োজনে। তবে পাপারাজ্জিদের মিষ্টি পাঠিয়ে অনুরোধ করেছেন, যেন একরত্তির ছবি না তোলা হয়। মেয়েকে আড়ালেই রাখতে চান তাঁরা। এবার মাকে নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গেল সিদ্ধার্থকে। কন্যা সন্তান আসার খুশিতেই নতুন বাবার এই আয়োজন তা বোঝাই যাচ্ছে। ‘সাইয়ারা’র বক্স অফিসে সাফল্য দেখে পিছু হটছে একের পর এক ছবি। এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন অহন পাণ্ডে ও অনিত পাড্ডা। ছবির পাশাপাশি এই জুটিকেও দর্শক বিপুল ভালবাসা দিয়েছেন। ছবির সাফল্যের সঙ্গে দর্শকের মুখে এখন একটাই নাম অহন পাণ্ডে। অহন, অনন্যা পাণ্ডের কাকার ছেলে। জনপ্রিয় ইনফ্লুয়েন্সার আলানা পাণ্ডের ভাই সে। মোহিত সুরি পরিচালিত, যশরাজ ফিল্মস প্রযোজিত নতুন রোমান্টিক মিউজিক্যাল ড্রামা ‘সাইয়ারা’ ১৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দর্শক মহলে তুমুল উত্তেজনা ছড়িয়েছে ‘সাইয়ারা’। বলিউডের ইতিহাসে নতুন অধ্যায় লিখে দিয়েছিল আনকোরা নতুন কোনও জুটি নিয়ে তৈরি ছবি এত বড় সাফল্য এর আগে পায়নি, অন্তত গত ২০ বছরে! এই ছবি দেখে প্রশংসায় ভরিয়েছেন বলি তারকারাও। এখনও পর্যন্ত এই ছবির বক্স অফিসে আয় ২৪৭.২৫ কোটি টাকা।যা শাহরুখ খানের ব্লকবাস্টার হিট রোমান্টিক ছবিকেও পিছনে ফেলে দিয়েছে। শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মোট আয় ছিল ২২৭ কোটি।