ওভালে ধর্মসেনার কাজে প্রশ্ন ভারতের প্রাক্তন কোচের

IMG-20250801-WA0093

ওভাল: আম্পায়ার কি সুবিধা করে দিচ্ছেন ইংল্যান্ডের? অন্তত কুমার ধর্মসেনাকে নিয়ে সেই প্রশ্নই উঠেছে। প্রশ্ন তুলেছেন সঞ্জয় বাঙ্গার। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচের মতে, ইংল্যান্ডের সুবিধা করে দিচ্ছেন তিনি। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। ঠিক কী হয়েছে ওভালে? প্রথম দিন ভারতের ইনিংসের ১৩তম ওভারে ইংল্যান্ডের জশ টংয়ের একটা বল সাই সুদর্শনের প্যাডে লাগে। কিন্তু তার আগে বল ব্যাটের কানায় লাগে। বলের আঘাতে পড়ে যান সুদর্শন। ফলে খালি চোখে ধরা মুশকিল ছিল যে বল ব্যাটে লেগেছে। ইংল্যান্ডের ক্রিকেটারেরা এলবিডব্লিউয়ের আবেদন করতে থাকেন। ধর্মসেনা আউট দেননি। পাশাপাশি তিনি হাতের ইশারায় বুঝিয়ে দেন, বল ব্যাটে লেগেছে।
যেহেতু খালি চোখে ততটা বোঝা যায়নি যে বল ব্যাটে লেগেছে, ইংল্যান্ড রিভিউ নিতে পারত। কিন্তু ধর্মসেনার ইশারার পর তারা আর রিভিউ নেয়নি। সেখানেই আপত্তি বাঙ্গারের। তাঁর মতে, ধর্মসেনার কোনও দরকার ছিল না ইশারা করার। তাতে ইংল্যান্ডের সুবিধা হল। তারা রিভিউ নিলে তা হারাতে হত। সেটা হল না।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement