লন্ডন: গুরুত্বপূর্ণ ওভাল টেস্টে খেলেননি জসপ্রীত বুমরাহ। খেলার মতো যথেষ্ট ফিট নন তিনি। বৃহস্পতিবারই বুমরাহের না খেলার কারণ জানিয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতের। দল যে সমস্যায় পড়ছে, তা-ও বুঝিয়ে দিয়েছেন। বুমরাহের ফিটনেস সমস্যা নতুন করে ভাবতে বাধ্য করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদেরও। দল নির্বাচনের আগেই বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবা হচ্ছে।
ইংল্যান্ড সফরের শুরুতেই শোনা গিয়েছিল, বুমরাহ তিনটের বেশি টেস্ট খেলতে পারবেন না। জোরে বোলারের চাপ কমাতে এমনই পরামর্শ দিয়েছিলেন বিসিসিআইয়ের চিকিৎসকেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পঞ্চম টেস্টে বুমরাহকে না পেয়ে ভারতীয় শিবির কিছুটা হতাশ। বোঝা গিয়েছে দুশখাতের কথায়। ওভালে কেন খেলছেন না বুমরাহ? এই প্রশ্নের উত্তরে বৃহস্পতিবার দুশখাতে বলেছেন, ‘‘বুমরাহের সমস্যা বেশ জটিল। আমরা ওকে খেলাতেই চাই। কিন্তু ওর শরীরের অবস্থাকেও গুরুত্ব দিতে হচ্ছে। বুমরাহের শারীরিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের মনে হয়েছে, ওভালের প্রথম একাদশে রাখা ঠিক হবে না।’’ দুশখাতে আরও বলেছেন, ‘‘এই সিরিজ়ে বুমরাহকে প্রচুর বল করতে হয়েছে। মনে হতে পারে ও মাত্র তিনটে টেস্ট খেলেছে। তার উপর ম্যাঞ্চেস্টারে একটা ইনিংসে বল করেছে। কিন্তু ভাল ভাবে দেখলে বোঝা যাবে, অনেকগুলো ওভার বল করতে হয়েছে বুমরাহকে। তা ছাড়া সিরিজ়ের আগেই বুমরাহ জানিয়েছিল, ও তিনটে টেস্ট খেলতে পারবে। আমরা ওর এই সিদ্ধান্তকে সম্মান করেছি। কোন তিনটে টেস্ট খেলবে, সেটা বুমরাহ আমাদের উপরেই ছেড়ে দিয়েছিল। আমরা সেই মতো পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি। তবে এটা খুব একটা আদর্শ পরিস্থিতি নয়। বুমরাহকে নিয়ে এই জটিল সমস্যার সমাধান প্রয়োজন। যারা খেলার সুযোগ পাচ্ছে না তাদের দিকেও মনোযোগ দেওয়া দরকার। প্রায় ১৮ জন ক্রিকেটার দলে থাকছে।’’