আঙ্কারা: তুরস্কের ফুটবলে রেকর্ড গড়ে নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে স্থায়ী চুক্তিতে দলে ভিড়িয়েছে গ্যালাতাসারাই। নাপোলি থেকে তাকে কিনতে সুপার লিগ চ্যাম্পিয়নদের খরচ হয়েছে ৭৫ মিলিয়ন ইউরো (প্রায় ৮৫.৭৪ মিলিয়ন ডলার)। এটি দেশটির ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ট্রান্সফার। এর আগে তুরস্কে সর্বোচ্চ ট্রান্সফারের রেকর্ড ছিল ফেনেরবাচের। গত বছর সেভিয়া থেকে ইউসেফ এন-নেসিরিকে ২০ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছিল ক্লাবটি। নতুন চুক্তি অনুযায়ী, ওসিমেনের ভবিষ্যৎ যেকোনো ট্রান্সফার ফি’র ১০ শতাংশ পাবে নাপোলি। গালাতাসারাই জানায়, ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে, যা ২০২৫-২৬ মরশুম থেকে কার্যকর হবে। তিনি প্রতি মরশুমে ১৫ মিলিয়ন ইউরো নেট বেতন, ১ মিলিয়ন ইউরো লয়্যালটি বোনাস এবং ৫ মিলিয়ন ইউরো ইমেজ রাইটস বাবদ ক্লাবটি থেকে আয় করবেন। গত মরশুমে ধারে গ্যালাতাসারাইয়ে খেলে সুপার লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ওসিমেন। তার গোল সংখ্যা ছিল ২৬। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ছিল ৩৭। যা তুরস্কে এক মরশুমে কোনো বিদেশি খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ড। লিল ও উলফসবুর্গের হয়ে খেলা ওসিমেন এখন পর্যন্ত নাইজেরিয়ার জার্সিতে ৪০ ম্যাচে ২৬ গোল করেছেন।