দুর্গাপুর বেনাচিতি বাজার ঘুরে দেখলেন রাজ্যপাল

IMG-20250801-WA0088

অন্ডাল: অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে রাজ্যপাল ও রাষ্ট্রপতি। রাজ্যপাল ধানবাদ সফরের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর দুর্গাপুর বেনাচিতি বাজারের ফল ও সবজী বাজার ঘুরে দেখলেন। অন্ডাল বিমানবন্দরে রাজ্যের আইন ও বিচারই ও বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক ও রাজ্যপাল রাষ্ট্রপতির সাথে কুশল বিনিময় করতে এসেছিলেন। রাজ্যপাল পড়ে দুর্গাপুরের বেনাচিতি বাজারে সবজী বাজার ও ফল মার্কেটে ঘুরে দেখেন। বিক্রেতা দের সঙ্গে কথাও বলেন। সাধারণ মানুষকে চকলেট উপহার দিলেন।দুর্গাপুরের বেনাচিতি বাজারে রাজ্যপাল বাজার ঘুরে দেখলেন ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষের সাথে কথা বললেন। বাজারে গিয়ে নিজে তিনি সবজি কিনলেন। ক্রেতা বিক্রেতা সাধারণ মানুষকে চকলেট উপহার দিলেন। তিনি বললেন সরাসরি মানুষের সঙ্গে কথা বললে বাজার বিষয়ে ধারণা করা যায়। তাই আমি সরাসরি বাজারে এসে সবার সঙ্গে কথা বললাম। এরপর রাজ্যপাল গার্ড অফ অনার নেন দুর্গাপুর সার্কিট হাউসে শিষ্টান্ন তে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement