শিলিগুড়ি: শিলিগুড়ি বিশৃংখল হয়ে গেছে, আজকে এই দাবি নিয়ে শিলিগুড়ি পুরসভাতে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি শাখার তরফ থেকে। বিরোধীদল নেতা অমিত জৈন জানালেন শিলিগুড়িতে বিশৃঙ্খলা চলছে। কোন কাজ হয় না, মানুষ ভুগছেন নিরাপত্তাহীনতায়। রোজ,চুরি ছিনতাই হচ্ছে এইভাবে চলা যাবে? এদিন বিজেপি কাউন্সিলরেরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিলিগুড়ি পুরসভা ঘেরাও করেন। উপস্থিত থাকা বিজেপি নেতা নান্টু পাল জানান তৃণমূল পরিচালিত পুরো বোর্ড শিলিগুড়িতে একেবারেই ব্যর্থ। কোন কাজ হয় না, খালি উদ্বোধন করা হচ্ছে। এর উপরে সবথেকে লজ্জাজনক ব্যাপার তৃণমূলের কাউন্সিলরেরেরা নিজেরাই নিজেদের মধ্যেও লড়াই করছেন। যেটা মানুষ দেখছে, আর ভাবছে কাকে ভোট দিয়ে জিতিয়ে আনলাম। আমরা আজকে মেয়র এর কাছে ডেপুটেশন দিতে এসেছি যেভাবেই হোক কিছু কিছু কথা আমাদের শুনতেই হবে মেয়র কে। শিলিগুড়ির মানুষকে কথা দিয়ে তৃণমূল ক্ষমতা এসেছে। এখন পিছিয়ে গেলে চলবে না, আমাদের কাজ করতে হবে। এদিন শিলিগুড়ি পুরসভার বাইরে বিজেপির কাউন্সিলরেরা ধর্নায় বসেন। তারা তৃণমূল পরিচালিত পুরো বোর্ডের অপসাশন দাবি করেন। মেয়র কে জবাবদিহী করতে হবে , জানান বিরোধীদল নেতা অমিত জৈন।