দিনহাটা: বর্তমান সমাজে মহিলারাও আর আবদ্ধ নয়। পুরুষদের সাথে তারা সমানতালে কাজ করে চলছে। মহাকাশে পাড়ি দেওয়া থেকে শুরু করে ট্রেন কিংবা প্লেন চালানোর পাশাপাশি প্রতিটি ক্ষেত্রেই মহিলারাজ এগিয়ে। শুধু তাই নয়, মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যখন এগিয়ে চলছে মহিলারা ঠিক সেই সময় দিনহাটার দুর্গাপুজোর মন্ডপে সেই ছবি তুলে ধরবে দিনহাটার গোসানী রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুরাতন কিশোর সংঘ পুজো কমিটি। এ বছর এই পূজোর ৫৮ তম বর্ষ।মহিলাদের সেই ইচ্ছেডানার উপর ভর করে চলাফেরার ছবি কে তুলে ধরা হবে পুজো মণ্ডপে। মহিলারা যে এগিয়ে সেটাই মূলত ফুটে উঠবে পূজো মণ্ডপে।বর্তমান সমাজে তারাও তাদের ইচ্ছের উপরে ভর করে চলাফেরা করতে পারে। বিভিন্ন কাজে পুরুষদের পাশে মহিলারাও যে কোন অংশে কম নয়।বৃহস্পতিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজো মন্ডপ তৈরীর কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শহরের গোসাই রোডে ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পুরসভার কাউন্সিলর বাবলু সাহা,তৃণমূল নেতা বিষ্ণু কুমার সরকার, বিশু ধর ছাড়াও পুজো উদ্যোক্তাদের সুব্রত মুখোপাধ্যায়, অজয় সাহা, সুমন সাহা, প্রশান্ত কুন্ডু প্রমূখ। পুজো উদ্যোক্তারা প্রশান্ত কুন্ডু জানিয়েছেন, এবছর কিশোর সংঘের ৫৮ তম বর্ষের পুজোর থিম ইচ্ছেডানা। এই সমাজে মহিলারাও যে স্বাধীন সেটাই পুজোর থিমের মধ্য দিয়ে তুলে ধরা হবে। কলকাতার শিল্পী সুব্রত মুখোপাধ্যায় এই থিমকে ফুটিয়ে তুলবে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, “দিনহাটায় গত কয়েক বছর ধরে বিগ বাজেটের পুজো হয়ে আসছে। এই পুজো গুলির মধ্যে গোসানি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটি পুরাতন কিশোর সংঘের পুজো অন্যতম। দিনহাটায় দুর্গাপুজোর মান বৃদ্ধির ক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে কিশোর সংঘেরও অবদান রয়েছে। এ বছর যে পুজোর থিম তাতে শুধু জেলা নয় জেলার বাইরের থেকে যারা পুজো দেখতে আসেন তাদেরও বিশেষ নজর কাড়বে।