শিলিগুড়ির লায়ন্স ক্লাব আনন্দ চতুর্থ বার্ষিক ইনস্টলেশন সেরেমনি

Screenshot_20250801_135520_Facebook

শিলিগুড়ি: শিলিগুড়ির সিনক্লেয়ার হোটেলে অনুষ্ঠিত হয়েছে লায়ন্স ক্লাব আনন্দ, সিলিগুড়ির চতুর্থ বার্ষিক ইনস্টলেশন সেরেমনি, সেবার অঙ্গীকারে অগ্রযাত্রা: লায়ন্স আনন্দের নতুন কমিটির শপথগ্রহণ, ২০২২ সালে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩২২এফ-এর অধীনে প্রতিষ্ঠিত এই ক্লাবটি সমাজসেবায় নিবেদিত রয়েছে।
ক্লাবের সামাজিক উদ্যোগসমূহ- বিনামূল্যে রক্তদান শিবির আয়োজন, বস্ত্রবিতরণ (শীতবস্ত্র ও প্রয়োজনীয় পোশাক), “ফুড ফর অল” – সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য বিতরণ, স্কুলে বিশুদ্ধ পানীয় জল ব্যবস্থা স্থাপন, চক্ষু পরীক্ষা শিবির ও চশমা বিতরণ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ: নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা:
সভাপতি: শ্রী সঞ্জীব দেবনাথ, সম্পাদক: শ্রী প্রদীপ ঘোষ, কোষাধ্যক্ষ: শ্রী অরুণাভ দত্ত। লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২২এফ-এর বিশিষ্ট নেতৃবৃন্দ লায়ন শঙ্কর দাস ও লায়ন অভিজিৎ দাস নবনির্বাচিত কমিটি ও ২৪ জন সদস্যকে শপথবাক্য পাঠ করান।
ক্লাবের মিশন ও অগ্রযাত্রা: দরিদ্র, অসহায় ও প্রান্তিক মানুষের সেবায় আমাদের অঙ্গীকার অবিচল। সমাজের প্রতিটি স্তরে পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।সিলিগুড়ি অঞ্চলে ৭০টি লায়ন্স ক্লাব সক্রিয়ভাবে কাজ করছে। বর্তমানে ২৪ জন সদস্য-এর এই ক্লাব নতুন সদস্যদের স্বাগত জানায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ– লায়ন্স ডিস্ট্রিক্ট নেতৃত্ব স্থানীয় লায়ন্স ক্লাবগুলির প্রতিনিধি সমাজসেবী ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ।লায়ন্স ইন্টারন্যাশনাল সম্পর্কে: ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই বৈশ্বিক সংগঠন ২০০+ দেশে ১.৪ মিলিয়ন সদস্যের মাধ্যমে মানবসেবায় কাজ করছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement