শিলিগুড়িতে এক্সপায়ারি ডেটের খাবার নিয়ে ধুন্ধুমার কান্ড

IMG-20250728-WA0088

শিলিগুড়ি: শিলিগুড়ির চয়ন পাড়াতে এক্সপায়ারি ডেট এর খাবার নিয়ে তুমুল হইচই হয়ে গেল আজ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন একটা দুটো নয়, ওই দোকানে সব খাবারই নির্দিষ্ট ডেট পার করে ফেলেছে। এ কি করে সম্ভব? অন্যদিকে দোকানদার টোটন সাহা জানিয়েছেন তিনি ঠিক সময়ে জিনিসগুলির অর্ডার দিয়েছিলেন, কিন্তু ডিস্ট্রিবিউটার এগুলো দিয়ে যেতে দেরি করে।
এদিকে স্থানীয় মানুষেরা জানিয়েছেন, এটা কিভাবে সম্ভব? যেগুলো ডেট পার হয়ে গেছে সেই খাবার গুলি যথেষ্ট আকর্ষণীয় খাবার, আর অধিকাংশ খাবারই বাচ্চাদের। এইগুলো খেলে বাচ্চাদের চরম ক্ষতি হয়ে যেতে পারতো। তখন দোকান মালিক টোটন সাহা জানালেন, জেনে বুঝে তিনি এই কাজ করেননি, ভবিষ্যতে এই ধরনের কাজ আর হবে না। স্থানীয় মানুষ জানিয়েছেন, অনেক সময় মা বাবা আসে না, বাচ্চারাই খাবার নিয়ে যায় এই খাবার নিয়ে গিয়ে তারা যদি অসুস্থ হয়ে পড়ে তবে তাই কে নেবে? অবশ্য দুপক্ষের মধ্যস্থতায় ব্যাপারটি শেষে মীমাংসা হয়ে যায়।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement