মালদহ: স্বর্গীয় রাম চন্দ্র ঘোষ স্মৃতি স্মরণে উত্তরবঙ্গের সর্ববৃহৎ রক্তদান শিবির অনুষ্ঠিত হল ভারত-বাংলাদেশ সীমান্তের মহদীপুর স্থল বন্দরে। প্রতিবছরের ন্যায় এবছরও মহদীপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মহান ভূমিকা গ্রহণ করা হয়েছিল। রবিবার এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এরপর শুরু হয় মেগা রক্ত দান শিবির। সীমান্তে পাহারত বি এস এফ জওয়ানরা থেকে শুরু করে লড়ি চালক এবং সংগঠনের সদস্যরা এদিন এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে আসেন। জানা এদিন পাঁচ শতাধিক রক্তদাত্তা রক্ত দান করেন। রক্তদান শেষে রক্ত দাতাদের হাতে শংসাপত্র এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি করে গাছ তুলে দেওয়া হয়। এদিন এই মহান কর্মসূচিতে জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, মহদীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলি বর্মন মন্ডল, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা সংগঠনের সভাপতি প্রসেনজিৎ ঘোষ, কাউন্সিলার সুজিত সাহা,
বি এস এফ আধিকারিক এবং বিশিষ্ট জনেরা। এদিকে রক্তদানের মাঝেই ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয় এক বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সীমান্ত এলাকায় আই লাভ মহদিপুর এলফি জনেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।