আবারো চুরির ঘটনা ঘটলো গৌড় এক্সপ্রেসে

IMG-20250728-WA0100

মালদা: আবারো চুরির ঘটনা ঘটলো গৌড় এক্সপ্রেসে। ফের রেলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। কলকাতা থেকে মালদা ফেরার পথে এক চিকিৎসক সহ ছয় যাত্রীর মোবাইল সহ বিভিন্ন নথি চুরির অভিযোগ। গৌড় এক্সপ্রেসে চেপে কলকাতা থেকে মালদা ফিরছিলেন যাত্রীরা। এসি টু টায়ার কামড়াতে ঘটে চুরির ঘটনা। অভিযোগ করা হয় জিআরপি তে। যাত্রীরা রেলের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। মালদা শহরের বিবেকানন্দ পল্লী এলাকার বাসিন্দা অনশ্রী ভট্টাচার্য এবং তার স্বামী কলকাতা থেকে গৌড় এক্সপ্রেস ট্রেন ধরে গতকাল রাত্রে মালদায় ফিরছিলেন। এস টু টায়ারে ছিলেন তারা। আজ সকালে মালদা টাউন স্টেশনে গৌড় এক্সপ্রেস ঢুকতেই ঘুম ভাঙ্গতে দেখে তাদের ব্যাগ নেই। এরপরই জিআরপিতে লিখিত অভিযোগ জানানো হয়। সেই সঙ্গে তিনি আরো অভিযোগ করেন আরো বেশ কয়েকজন যাত্রীর একই কামরায় মোবাইল এবং ব্যাগ চুরি হয়েছে। লিখিত অভিযোগের পাশাপাশি অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানিয়েছেন রেল দপ্তরে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement