হাকিমপাড়া গণেশ পূজা কমিটির ৭তম বর্ষ গণেশ পূজার খুঁটি পূজা অনুষ্টিত হলো। আজকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এই খুঁটি পূজার উদ্বোধন করলেন। সাথে ছিলেন ওই ওয়ার্ডের গণেশ পুজোর সকল পুরুষ এবং মহিলা সদস্য। ডেপুটি মেয়র জানালেন প্রতিবছর আমাদের এখানে এই গণেশ পূজো যথেষ্ট আনন্দের সাথেই হয়, আমরা সবাই একসাথে এই গনেশ পূজা উপভোগ করি। তাই এবার খুঁটিপুজোর দিন আজকে সবাইকে একসাথে শুভেচ্ছা এবং শুভকামনা জানালাম। আর একমাস আছে পুজোর এবার এই পুজো যথেষ্ট জনপ্রিয় হবে বলে আশা করি।