উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সওয়াল

পশ্চিমবঙ্গ_উচ্চমাধ্যমিক_শিক্ষা_সংসদের_লোগো

বুথ লেভেল অফিসার হিসেবে যেন ছাড় দেওয়া হয় মাধ্যমিক- উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাদের, এমনটাই আর্জি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। কারণ, সামনেই উচ্চ মাধ্যমিক। আর এবার উচ্চ মাধ্যমিক হবে সেমেস্টার সিস্টেমে। সেই কারণেই এই আর্জি।সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। আর এই পরীক্ষার জন্য পরীক্ষার আগে ও পরীক্ষার পরে পরীক্ষা পরিচালনার জন্য প্রচুর পরিমাণ শিক্ষক-শিক্ষিকার প্রয়োজন হয়। ফলে বুথ লেভেল অফিসার হিসাবে পরীক্ষা চলাকালীন সময় শিক্ষক শিক্ষিকারা কাজ করলে পরীক্ষা পরিচালনা ব্যাহত হতে পারে বলেই আশঙ্কা করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর এই কারণেই পরীক্ষা চলাকালীন সময় বুথ লেভেল আধিকারিক হিসেবে শিক্ষক-শিক্ষিকাদের ছাড় দেওয়ার জন্য জোর-সওয়াল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। শুধু তাই নয়, পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে পর্যন্ত বুথ লেভেল আধিকারিক হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক শিক্ষিকাদের ছাড় দেওয়া যায় তার জন্য জেলায় জেলায় অনুরোধও পাঠানো হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। একইসঙ্গে এটাও জানানো হয়েছে, ‘আমরা বলছি যাতে পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে এবং পরীক্ষা চলাকালীন সময় শিক্ষক শিক্ষিকাদের ছাড় দেওয়া হয়। না হলে পরীক্ষা পরিচালনা অসুবিধা হতে পারে আমাদের। প্রায় সাত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবেন,’ বলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। প্রসঙ্গত বুথ লেভেল আধিকারিকদের হিসেবে ইতিমধ্যেই জেলায় জেলায় সরকারি কর্মচারি থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতর।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement