সুন্দরবনের প্রান্তিক এলাকা মানুষজনের কাছে ম্যানগ্রোভের অবদান অপরিসীম। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনবাসীদের বুক চিতিয়ে রক্ষা করেছে বাদাবন। আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে প্রত্যন্ত দ্বীপ এলাকার মানুষজনেরা ম্যানগ্রোভ দিবস উদযাপন করলো। এই দিন গঙ্গাসাগরে ভাঙন কবলিত এলাকায় চারা গাছ রোপন করলো মানুষজনেরা। ম্যানগ্রোভ বাঁচানোর জন্য এলাকার মানুষদের সচেতন করার জন্য একটি সচেতনতা মূলক র্যালির আয়োজন করা হয়। এর পাশাপাশি চন্ডিপুর এলাকায় চারা গাছ গুলিতে রাখি বন্ধন করে এবং কেক কেটে ভাতৃত্বের মেলবন্ধনে আবদ্ধ হলো এলাকার মানুষজনেরা। এ বিষয়ে শিক্ষক পলাশ দাশ তিনি বলেন, সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজন এদের কাছে ম্যানগ্রোভের অবদান অপরিসীম। একেক পর এক প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবনের এলাকাবাসীদের রক্ষা করেছে এই ম্যানগ্রোভ । বর্তমানে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের দ্বীপ এলাকাগুলিতে ভূমিক্ষয় ও নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ ঘোড়ামারা দ্বীপ ভাঙনের মুখে একটু একটু করে ভূমিক্ষয় হচ্ছে। লোহার চড় দ্বীপ বর্তমানে পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছে। চন্ডিপুরের সবুজ সংঘ ও নন্দকুমারপুর এসবিআই ব্যাংকের পক্ষ থেকে চন্ডিপুর এলাকায় ১ লক্ষ চারাগাছ রোপন করা হয়েছে। শুধু চারা গাছ রোপণ নয় মানুষের সঙ্গে গাছের যে সম্পর্ক সেই সম্পর্ক অটুট করার জন্য রাখি বন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেয়া হচ্ছে সমাজের সব স্তরের মানুষদের। বিশ্বকে বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য ম্যানগ্রোভের গুরুত্ব রয়েছে। সাধারণ মানুষ যদি নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গায় চারা গাছ রোপন করে তাহলে বিশ্ব উষ্ণায়নের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যাবে। সাগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বপন কুমার প্রধান তিনি বলেন, ম্যানগ্রোভ রক্ষা করার জন্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা সাগরদ্বীপের বাসী দৃঢ় অঙ্গীকার বদ্ধ। সুন্দরী, গরান, গেও, কেওড়া, এই প্রভৃতি গাছ লাগানো হয়েছে। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা পূর্ণিমার ঘোড়ুই মন্ডল তিনি বলেন, ম্যানগ্রোভ আমাদের মা যেভাবে মা ছোটবেলা থেকে আমাদের বড় করে তোলে তেমনি। গাছ আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে। আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবসে সাগরের দ্বীপবাসীরা এক লক্ষরও বেশি চারা গাছ এই চন্ডিপুর এলাকায় রোপন করেছি। শুধু রোপণ নয় এই চারা গাছগুলি দেখভাল করার দায়িত্ব আমাদের। আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই বাদাবন আমাদেরকে রক্ষা করবে। সবুজ সংঘের ব্লক করনেটো গনেশ চন্দ্র দাস জানান, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ আমরা করে থাকি সেই উপলক্ষে আজকের দিনটি গুরুত্বপূর্ণ ম্যানগ্রোভ ডে সাগর পাথর নামখানা মথুরাপুর টু ব্লগে উদযাপন করা হয়েছে এই দিনটি। তার মধ্যে সাগর ব্লকে চন্ডিপুরে গ্রামের শতাধিক মহিলাদেরকে নিয়ে ম্যানগ্রোভ রক্ষা করার লক্ষ্যে এই বার্তা দেয়া হলো।