ঐতিহাসিক ভারত সভার দেড়শ বছর উপলক্ষে মনোজ্ঞ অনুষ্ঠান

IMG-20250726-WA0108

ঐতিহাসিক ভারত সভার দেড়শ বছর (১৫০) পদার্পণ উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালবেলায় কলেজস্ট্রিট কফি হাউস থেকে ভারত সভা হল পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা করেন। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের ভারত সভা প্রতিষ্ঠাতা সদস্যের উপরে আলোচনা সভা হয়। প্রত্যেক অংশগ্রহণকারীদের মানপত্র ও মোমেন্টো দেওয়া হয়।বিকেলে মূল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য প্রাক্তন রাজ্য সভার সাংসদ, জহর সরকার প্রাক্তন সাংসদ রাজ্যসভা, অধ্যাপিকা মীরাতুন নাহা বিশিষ্ট শিক্ষাবিদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন অনিল কুমার রায়। আলোচ্য বিষয় “দেশের বর্তমান সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভারত সভার দায়িত্ব ও কর্তব্য”। ভারত সভার সাধারণ সম্পাদক মানিক চন্দ্র দোলই জানান আজ সারাদিন নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয়। সারা বছর ভারত সভার নানান অনুষ্ঠান আছে বর্ষ ব্যাপী। আগামী দিনে যুবসমাজকে আরো সচেতনতার মধ্যে দিয়ে এগিয়ে চলতে হবে এই বার্তাটা দেন। পরিশেষে শহীদ মাতঙ্গিনী হাজরার উপর ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হয় পরিচালনায় শিলা দত্ত প্রযোজনায় ভারত সরকার।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement