শিলিগুড়ি: বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা অসম রাজ্যের নোটিশ পৌঁছল বাংলার গৃহবধূর হাতে। শুক্রবার সকালে ফালাকাটা থানার জটেশ্বরের ময়মনসিংহপাড়ার বাসিন্দা অঞ্জলি শীলের হাতে নোটিশটি তুলে দেন আইসি অভিষেক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই অঞ্জলি শেল এবং তার পরিবার ভয়ে কাঁটা হয়ে গেছে, বুঝতেই পারছে না কি করবে , হতাশ হয়ে পড়া অঞ্জলি শীল জানিয়েছেন তিনি কিছুই বুঝতে পারছেন না, কোথা থেকে কি হয়ে গেল? তার কাছে যা বৈধ কাগজপত্র আছে , এবং তিনি যেসব জিনিস জমা করেছেন তা তো ঠিকই আছে। তবে তা সত্বেও কেন এই ধরনের কাগজ তার কাছে আসলো একেবারেই ভেবে পাচ্ছেন না তিনি। সাহায্য চেয়েছেন পাড়ার কিছু বিশিষ্ট জনের কাছে, অঞ্জলি শীল আরও জানিয়েছেন আমাদের সামর্থ্য খুব কম, টাকা পয়সা সেভাবে সেরকম নেই। কিভাবে কি হতে পারে? যদি বলে দেওয়া হয় তবে ভালো হয়। এদিকে পাড়ার মানুষজনও জানিয়েছেন এইভাবে চিঠি আসলে, স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ে। সরকারের উচিত পদক্ষেপ নেওয়া।