কলকাতায় রওনা হল কোচবিহার জেলা মহিলা কাবাডি দল

IMG-20250726-WA0078

কোচবিহার: রাজ্য স্তরের মহিলা কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতায় রওনা হল কোচবিহার জেলা মহিলা কাবাডি দল। ১১ তম আন্ত জেলা মহিলা এই কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কচরাপাড়ায়।বেঙ্গল অ্যামেচার কাবাডি সংস্থার পরিচালনায় ও কাঁচরাপাড়া কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সহযোগিতায় কাঁচরাপাড়ায় অনুষ্ঠিত হচ্ছে দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় কোচবিহার জেলা দলের খেলোয়াড়রা হলেন রঞ্জিতা বর্মন, সাথী বর্মন, শিপ্রা রায় সিংহ, নন্দিতা রায়, সৌমিতা সেন, অস্মিতা বর্মন, অন্বেষা দাস, রিনা পারভীন, মেহানারা খাতুন, সনজিতা বর্মন, সুইটি খাতুন ও জানকি বর্মন। কোচবিহার জেলা কাবাডি সংস্থার সম্পাদক অজিত চন্দ্র বর্মণ জানিয়েছেন, প্রতিযোগিতায় কোচবিহার মহিলা দলের ১২ জনের একটি দল শুক্রবার কলকাতার উদ্দেশ্যে রওনা হয়। দলের এই খেলোয়াড়রা দিনহাটা সহজ জেলার বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়া। দলের কোচ হলেন ঋত্বিক বর্মণ ও ম্যানেজার হলেন সোহেল হক।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement