দিনহাটা: দুর্গাপুজোর এখনো দেড় মাস বাকি থাকলেও জোর কদমে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে দিনহাটায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদ্যোগে গত কয়েক বছর ধরে দিনহাটায় একাধিক বিগবাজেটের পুজো হয়ে আসছে। এ বছরও পূজো কমিটি গুলি মন্ত্রীর উদ্যোগে বিগ বাজেটের পুজো করার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই পুজো কমিটিগুলির মধ্যে দিনহাটা শহীদ কর্নারের পূজা অন্যতম। খুঁটি পুজোর মধ্য দিয়ে দিনহাটা শহীদ কর্নার পুজো কমিটির ৬২ ত তম বর্ষের পুজোর প্রস্তুতি শুরু হল। শুক্রবার খুঁটি পুজো হয়। এদিন খুঁটি পুজোর সময় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও তৃণমূল নেতা বিশু ধর, বিষ্ণু কুমার সরকার ছাড়াও পুজো উদ্যোক্তাদের পবন আগরওয়াল, দিলীপ দে, অনিরুদ্ধ সেনগুপ্ত, মিঠু বসাক, কনক দাস। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এবছর কাল্পনিক মন্দিরের পাশাপাশি থাকছে রথকে টেনে নিয়ে যাবে ঘোড়া। গাছের ছাল, ফুল ফল এসব দিয়ে পরিবেশবান্ধব মণ্ডপ তৈরি হবে।