দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকা রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বাসিন্দারা

road-1-1280x720

দিনহাটা: দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ক্ষোভে ফেটে পড়লেন বাসিন্দারা। শুক্রবার দিনহাটা দুই ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিসের সামনে পথ অবরোধ করেন দূর্গানগরের দ্বিতীয় খণ্ড এলাকার বাসিন্দারা।রাস্তা সংস্কারের দাবিতে প্রায় আধাঘন্টা পথ অবরোধ চলে। সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে।বিক্ষোভকারীদের দাবি, গত ১০ বছর ধরে ওই অঞ্চলের রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। বহুবার পঞ্চায়েত প্রধান ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনও সংস্কারমূলক কাজ শুরু হয়নি। অবরোধের ফলে এলাকায় সাময়িক যানজট তৈরি হয়। পরে ঘটনাস্থলে পৌঁছান সাহেবগঞ্জ থানার পুলিশ এবং গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন।দূর্গানগরবাসীর বক্তব্য, “আমাদের প্রতিদিন দুর্ভোগের মধ্যে দিয়ে চলাফেরা করতে হয়। বৃষ্টির দিনে রাস্তায় জল জমে চলা দায় হয়ে যায়। এবার আর মুখে নয়, কাজে দেখতে চাই।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় প্রশাসনের নজরে রয়েছে পুরো বিষয়টি।সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বলেন, “রাস্তার অবস্থা আমরা জানি। খুব শীঘ্রই প্রয়োজনীয় প্রকল্পের মাধ্যমে সংস্কারের কাজ শুরু করা হবে।এই আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। তবে তাঁদের হুঁশিয়ারি, যদি দ্রুত কাজ শুরু না হয়, তাহলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement