নিষিদ্ধ কাফ সিরাপ সহ ভক্তিনগর থানায় গ্রেফতার যুবক

IMG-20250726-WA0080

শিলিগুড়ি: শিলিগুড়ির ভক্তিনগর থানায় এক যুবককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হল নিষিদ্ধ কাপ সিরাপ পাচার করার উদ্দেশ্যে। ওই যুবকের নাম বিট্টু সরকার। তার বাড়ি শান্তিনগর এলাকায়। গ তকাল রাতে সে ওই নিষিদ্ধ কাপ সিরাপ হাত বদল করতে উপস্থিত হয়েছিল, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। তার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দিচ্ছে ভক্তিনগর থানার পুলিশ। এলাকার মানুষজন জানিয়েছেন বহুদিন ধরে পাড়াতে অজ্ঞত পরিচয় ব্যক্তিদের আনাগোনা বাড়ছিল। অথচ প্রশাসন দেখেও না দেখার ভান করছিল। তবে গতকাল থাকে জিজ্ঞাসাবাদ করতে সে একেবারেই ভেঙে পড়ে। সে জানিয়েছে হাত বোতলের উদ্দেশ্যে এই পাড়াতে আসা। সে আরো জানিয়েছে এই নিষিদ্ধ কাফ সিরাপ খুব সম্ভবত বিহার এবং তার আশেপাশের অঞ্চলে পাচার করা হতো। তবে বহিরাগতদের সাথে তার কোন যোগাযোগ নেই।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement