সার্জারিতে বদলেছিল মুখের মানচিত্র, নিজের রূপ ফিরে পেতে ফের কারসাজিউরফির

IMG-20250725-WA0126

বর্তমানে সমাজমাধ্যম তাঁরই দখলে। চর্চায় থাকে তাঁর সমস্ত পোশাকের কেরামতি। তিনি উরফি জাভেদ। বলা হয়, তিনি নাকি ইতিমধ্যেই কার্যত সবকিছু দিয়েই পোশাক তৈরি করে পরে ফেলেছেন। ব্লেড থেকে শুরু করে নিজের ছবি দিয়ে তৈরি পোশাক নজর কেড়েছে নেটিজেনদের। কখনও তাঁর গলা থেকে থাকে জিনস, কখনও আবার শরীরে পোশাক বলতে কার্যত কিছুই থাকে না, কয়েক টুকরো আবরণ ছাড়া। তাঁর কেরিয়ারে একটা সময় এমন গিয়েছে, যখন একের পর এক শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে অথবা, তাঁকে নিয়ে শুরু হওয়া শো বন্ধই হয়ে গিয়েছে মাঝপথে। কিন্তু এখন তাঁর ডাক পড়ে বিভিন্ন শোয়ের অতিথি হিসেবে। চর্চায় থাকতে বরাবরই ভালবাসেন উরফি। তাঁকে নিত্য নতুন অবতারে দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরাও। তবে এই মুহূর্তে উরফি জাভেদের চেহারা দেখলে চমকে যাবেন। এবার একেবারে চোখ, মুখ ফুলে ঢোল তাঁর! ঠোঁট ফুলে এমন অবস্থা যে তাঁর সঙ্গে বাঁদরের তুলনা করছেন নেটিজেনরা। সম্প্রতি, একটি ভিডিও পোস্ট করেছেন উরফি জাভেদ। যেখানে দেখা যাচ্ছে তিনি একটি ক্লিনিকে বসে আর তাঁর ঠোঁটে চলছে একের পর এক ইনজেকশন! ঠোঁট ফুলে একেবারে ঢোল! মুখের ভোলবদলের সেই মুহূর্তও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন উরফি। সেই সঙ্গে দিয়েছেন একটি বিশেষ পরামর্শও। ভিডিও পোস্ট করে উরফি জানিয়েছিলেন, ‘এটা কোনও ফিল্টার নয়। আমি আগে যে ফিলারগুলো করিয়েছি সেগুলো ভুল জায়গায় করানো হয়েছিল। তাই এবার স্বাভাবিক নিয়মে প্রাকৃতিক উপায়ে নতুন করে সঠিক স্থানে প্রতস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ফিলার্সের বিপক্ষে নই। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি কখনই করা উচিত নয়। চারপাশে বহু ক্লিনিক আছে, চিকিৎসক আছেন কিন্তু, তাঁরা সঠিক পদ্ধতি জানেন না। তবে আমি একজন ভাল চিকিৎসকের সন্ধান পেয়েছি।ক’দিন আগে উরফির চেহারার এই হাল দেখে কটাক্ষের ঝড় ধেয়ে এসেছিল তাঁর দিকে। একের পর এক কুমন্তব্যে জর্জরিত হয়েছিলেন উরফি। তবে কেউ কেউ আবার তাঁর যন্ত্রণা বুঝতে পেরে তাঁর ধৈর্য শক্তির প্রশংসা করেছেন। কেউ আবার উরফিকে প্রাকৃতিক সৌন্দর্যের কথা মনে করিয়ে দিয়েছেন, তাঁকে কসমেটিকস সার্জারিতে নিজেকে বদলাতে বারণ করেছেন। সব মিলিয়ে আবারও জোর চর্চা উরফিকে নিয়ে। তবে এবার খেলা ঘুরিয়ে দিলেন ‘কন্ট্রোভার্সি কুইন’। সামনে এলেন একেবারে অন্য অবতারে। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের কয়েকটি ছবি ভাগ করেছেন উরফি। দেখা যাচ্ছে তাঁর পরনে নীল চেক ফ্রক। সুন্দর স্টাইল করা চুল। মুখে হালকা রূপটান। তবে ঠোঁটের ফোলা ভাব একেবারে নেই। আগের থেকে যেন আরও উজ্জ্বল উরফির গোলাপী লিপস্টিক পরা ঠোঁট। আগের থেকে অনেক স্বাভাবিক। ফির্লাস সরিয়ে দিয়েছেন। কিন্তু এবার তিনি নিজেই জানালেন লিপ প্লাম্পার করিয়েছেন।ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘‘আমাকে নিয়ে অনেক মিম হয়েছে। কটাক্ষের শিকার হয়েছি। যদিও সে সব দেখে আমি আনন্দই পেয়েছি। এবার দেখুন আমার নতুন চেহারা। এবার থেকে এভাবেই দেখতে পাবেন আমাকে। যদিও এখানেও লিপ প্লাম্পার ব্যবহার করেছি।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement