ন্দরবন: আচমকা বজ্রপাতে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে একাধিক জেলায় কম করে মৃত্যু হল ১৬ জনের। এদের মধ্যে ৮ জনই বাকুড়ার বাসিন্দা। বাকুড়া ছাড়াও বধমানে মৃত্যু হয়েছে ৬ জনের।, দক্ষিণ দিনাজপুর জেলার পুরুলিয়ায় ১ জন এবং পশ্চিম মেদিনীপুরে ১ জন মারা গেছেন। বেশির ভাগের মৃত্যু ঘটে মাঠে চাষের কাজ করতে গিয়ে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর থেকে হঠাৎ করে বদলে যায় আবহাওয়ার চিত্র। সকাল থেকে রোদ থাকলে ও দুপুরের পর কালো মেঘে ঢেকে যায়-আসে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। পাশাপাশি বজ্রপাত এবার বাকুড়াবাসীর কাছে হয়ে উঠল অভিশাপ। বৃহস্পতিবার (২৪ জুলাই ) সন্ধ্যায় বৃষ্টি আর তার সাথে বজ্রপাতে জেলার একাধিক ব্লকে শুরু হয় এক প্রাকৃতিক তান্ডব। ফলে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে বজ্রপাতে প্রাণ হারালো অন্তত ৮ জন। আহত হয়েছে আরও অনেকে। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে ভয় আর শোকের ছায়া। প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাকুড়ার কোতুলপুর, পাত্রসায়র, জয়পুর, ইন্দাস ও ওন্দা ব্লক।