সবুজায়নের বার্তা নববারাকপুর খড়ের মাঠ পৌর প্রাথমিক বিদ্যালয়ের

IMG-20250725-WA0070

নববারাকপুর: অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও বৃক্ষদানের মধ্যে দিয়ে সবুজায়নের বার্তা তুলে ধরল নববারাকপুর পুরসভার ৯ নং ওয়ার্ডের খড়ের মাঠ পৌর প্রাথমিক বিদ্যালয়। বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের ও পার্শ্ববর্তী এলাকার মানুষের মধ্যে চারাগাছ বিলি ও বিদ্যালয় প্রাঙ্গণে চারিদিকে ফল ফুলের চারাগাছ রোপন করা হয়। চারাগাছ বিলি করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমকান্ত বিশ্বাস, শিক্ষিকা পৌলমী বিশ্বাস, শিক্ষক তরুণ মিশ্র সহ ও বিদ্যালয়ের শুভানুধ্যায়ী পংকজ হাওলাদার প্রমুখরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমকান্ত বিশ্বাস জানান অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে শহর সবুজায়নে খড়েরমাঠ পৌর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুল পড়ুয়াদের ও এলাকায় মেহগনী, আমলকি, আকাশমনি চারাগাছ বিতরণ ও বিদ্যালয়ের চারিপাশে গাছ লাগানো হয়েছে। বৃক্ষ ছেদন নয় বৃক্ষ রোপন করে সন্তানের মতো লালন পালন করাই আশু কর্তব্য পালন।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement