তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি ‘চলো গ্রামে যাই’

IMG-20250516-WA0212

২১শে জুলাই এর শহীদ সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কর্মীদের মনোবল বাড়াতে ও ভোট ব্যাঙ্কে ফায়দা হাসিল করতে ও মানুষের অভাব অভিযোগ জানতে কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। এর ফলে বিধানসভা নির্বাচন তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয় এমনই আশা করছেন নেতা নেত্রীরা। উন্নয়নমূলক কাজ এ মানুষ কতটুকু সুবিধা পাচ্ছে সে বিষয়ে আলোচনা করতে, মানুষের বাড়িতে গেলে তার সুখ দুঃখের ভাগীদার হওয়ার পরামর্শ দিয়েছেন। পিছিয়ে নেই জয়নগর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। জয়নগর বিধানসভার বিধায়ক শিক্ষক বিশ্বনাথ দাসের নির্দেশে, অঞ্চলে আঁচল প্রোগ্রাম নিয়ে প্রতিটি অঞ্চলের কর্মী সমর্থকরা বাড়িতে বাড়িতে যাচ্ছেন গড়দেয়ানি সাহাজাদাপুর, মায়াহাউড়ি ময়দা বেলে দুর্গানগর সহ সকল অঞ্চলে কর্মী সমর্থকরা বার হচ্ছেন। চুকনগর পাইকপাড়া ২০৬ নম্বর বুথে, প্রত্যেক বাড়িতে গিয়ে মানুষের অভাব অভিযোগ শুনছে তারা। এবং এলাকার বিভিন্ন মানুষজন তৃণমূল সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প পাচ্ছে কিনা যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী খাদ্য সাথী ও স্বাস্থ্য সাথী সহ আরো বহুমুখী প্রকল্প তারা পাচ্ছে কিনা তারও খোঁজ নিচ্ছেন নেতাকর্মীরা। জয়নগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ ওয়াইদ মোল্লার কথায় এলাকার মানুষজন প্রচন্ড খুশি এবং আগামী দিনে ২০২৬-এর নির্বাচনে, মমতা বন্দ্যোপাধ্যায় কে ভোট দেবে বলে অঙ্গীকার করছে। গড়দেয়ানি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শিক্ষক শাহাবুদ্দিন শেখের কথায় মুখ্যমন্ত্রীর উন্নয়ন এবং সকল সম্প্রদায়কে নিয়ে চলার যে মানসিকতা তাতেই আগামী নির্বাচন তৃণমূল কংগ্রেস ব্যাপক জয় লাভ করবে। ‌

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement