ভুয়ো ভোটার বের করে দিলে তৃণমূল ৭০টা সিটও পাবে না: মিঠুন

688212fbd41e8-mithun-chakraborty-194503804-16x9

ভোটার তালিকা সংশোধন ইস্যুতে রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন রুপোলি পর্দার মহাগুরু তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি ডায়মন্ড হারবারের এক সভা থেকে তৃণমূলের ভোটের সম্ভাবনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল তাঁকে।
প্রসঙ্গত, এর আগে ২১-এর শহিদ মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, আগামী নির্বাচনে বাংলায় বিজেপি ৫০টি আসনও পাবে না। সেই মন্তব্যের জবাবেই পাল্টা ভবিষ্যদ্বাণী করলেন মিঠুন। তাঁর সাফ বক্তব্য, ‘ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটার বের করে দিলে তৃণমূল ৭০টা সিটও পাবে না।’
এদিনের সভা থেকে তিনি অভিযোগ করেন, বাংলার ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের সংখ্যা সবচেয়ে বেশি। তৃণমূল জানে, এই ভুয়ো নাগরিকদের বাদ দিলে ওরা ৭০টা সিটও পাবে না। তাই তালিকা সংশোধনের কাজ শুরু হতেই তা আটকাতে তৃণমূল মরিয়া চেষ্টা করছে’, বলেন মিঠুন।
একইসঙ্গে ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার চলছে এমন যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে তাও খারিজ করে দেন। তাঁর দাবি, ‘দেশের কোথাও বাঙালিদের ওপর কোনও অত্যাচার হয়নি। ভোটের মুখে তৃণমূল এটাকে ইস্যু করে কাজে লাগাতে চাইছে।’ এর পাশাপাশি
বিজেপি নেতার বক্তব্য, কোনও সত্যিকারের নাগরিককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না, বরং যাঁরা বেআইনিভাবে প্রবেশ করেছেন তাঁদেরই চিহ্নিত করা হচ্ছে।
এর পাশাপাসি কর্মীদের উদ্দেশে মিঠুনের বার্তা, প্রতিটি এলাকায় খোঁজখবর শুরু করুন, কারা অনুপ্রবেশ করে বাংলায় রয়েছে। কোনও আক্রমণ হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন।’ এদিন সভা থেকে তিনি দুটি ফোন নম্বরও শেয়ার করে দেন, যাতে স্থানীয়দের সমস্যা দ্রুত পৌঁছাতে পারে। এদিনের মিঠুনের এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ভোটের আগে বিজেপির তরফে ভোটার তালিকা ইস্যুতে যে বড় আন্দোলনের ইঙ্গিত দেওয়া হল, তাতে তৃণমূল-বিজেপির সংঘাত আরও তীব্র হবে বলেই মনে করা হচ্ছে।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement