বাংলা সিরিয়াল দেখেই আত্মহননের পথ বেছে নিচ্ছেন অনেকে: মমতা

IMG-20250724-WA0106

মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ, গায়ক রূপঙ্কর বাগচী, অভিনেতা গার্গী রায়চৌধুরী-সহ একাধিক শিল্পী ও কলাকুশলী। তাঁদের পুরস্কার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাংলা সিরিয়াল নিয়েও নিজের অপছন্দের কথা স্পষ্ট জানালেন মঞ্চ থেকেই।
বৃহস্পতিবার মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পুরস্কার ঘোষণার পর বাংলা গানের গুরুত্ব দিতে বলেন মমতা। এই প্রসঙ্গে তিনি এও জানান. ‘সিরিয়াল যারা করবেন তাঁদের বলব এখন সিরিয়ালগুলোতো এ ওকে বিষ দিচ্ছে, ও ওকে বিষ দিচ্ছে। আর একটা পরিবারে তিনজন ঝগড়া করছে। একটা রিয়েল ক্যারেক্টার তো দুটো ঝগড়ুটে ক্যারেক্টার। আর আজেবাজে জিনিসগুলো শেখাচ্ছে। এতে কিন্তু সমাজে বাচ্চারা ভুল করেছে। অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছে।’
সিরিয়াল নির্মাতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি সমস্ত টিভি সিরিয়ালের মালিকদের বলব, এটা যারা মালিক তাঁদের হাতে আছে। দয়া করে খারাপ কিছু শেখাতে যাবেন না। আর সিরিয়াল বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি। বাড়ান ভালো জিনিস দিয়ে, কত ইনোভেটিভ ভালো জিনিস আছে। তা না করে কী করবে, ও ওকে গুলি করছে, ও ওকে বন্দুক ধরছে। আমি যখনই দেখি বন্ধ করে দিই। অন্যরা কী করে জানিনা। সারাদিন আমরা কাজে-কর্মে ব্যস্ত থাকি। আমরা কী টেনশন করব। ওটা টেনশনের জিনিস না, রিল্যাক্সেশনের জিনিস।’
আর এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘হাসি-খুশি মজা সামাজিক গল্প তৈরি করুন। যে গল্প আমাদের সংস্কৃতিকে ভালোবাসে। যে গল্প মানুষের বিবেক জাগ্রত করে। সব সিরিয়ালে আমি দেখব বাংলা গানা আর কোথায়। এরা ভাবে কিছু ঝিনচ্যাক ধুমধাম দিয়ে দিলেই হয়ে গেল। আরে বাজান না, সমস্যা নেই। কিন্তু টলিউডে বাংলা গানটা তো একটু বেশি করে দেবেন। এটা সবাইকেই ভাবতে হবে।’ এখানেও মুখ্যমন্ত্রীর কথায় ধরা পড়ল সেই বাংলা অস্মিতার কথাই।

About Author

[DISPLAY_ULTIMATE_SOCIAL_ICONS]

Advertisement